• ঢাকা
  • শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

বিএসএফের গুলি, স্কুলছাত্রসহ চার বাংলাদেশি আহত


সজিব আলম, লালমনিরহাট প্রতিনিধি ডিসেম্বর ১৫, ২০১৮, ০৭:৪৯ পিএম
বিএসএফের গুলি, স্কুলছাত্রসহ চার বাংলাদেশি আহত

লালমনিরহাট : জেলার হাতীবান্ধার উপজেলার ভারতীয় সীমান্তে বিএসএফের ছোড়া গুলির আঘাতে স্কুলছাত্রসহ ৪ বাংলাদেশি আহত হয়েছে। আহতদের হাতীবান্ধা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

শনিবার (১৫ ডিসেম্বর) বিকেলে এ ঘটনায় পতাকা বৈঠকে দুঃখ প্রকাশ করেছেন বিএসএফ। এ আগে শনিবার দুপুরে হাতীবান্ধা উপজেলার বড়খাতা ইউনিয়নের পূর্ব সাড়ডুবি সীমান্তে ৮৯২নং মেইন পিলারের কাছে এ ঘটনা ঘটে।

আহতরা হলেন, পূর্ব সারডুবি এলাকার সহিদুল ইসলাম (৩১), জোবেদা বেগম (২৮), স্কুলছাত্র রবিউল ইসলাম (১৫) ও উপজেলার সিঙ্গিমারী এলাকার আব্দুল হামিদ (৩৮)। আহত রবিউল ইসলাম (১৪) মিলন বাজার মোজাম্মে হোসেন উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণীর ছাত্র।

স্থানীয়রা জানান, পূর্ব সারডুবি সীমান্তের ৮৯২নং মেইন পিলারে বাংলাদেশের অভ্যন্তরে ভুট্টা ক্ষেতে সেচ দিতে গেলে তাদের তাড়া করে ভারতীয় সীমান্তরী বাহিনী (বিএসএফ) রাজাবাড়ি তিলুক ক্যাম্পের সদস্যরা। এ সময় বিএসএফ’র ছোড়া ‘চিটা গুলিতে স্কুল ছাত্রসহ ৪ বাংলাদেশি কৃষক আহত হন । পরে স্থানীয়দের আহতদের উদ্ধার করে হাতীবান্ধা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করানো হয়।

বডার গার্ড বাংলাদেশ (বিজিবি) রংপুর ৬১ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল শরিফ আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে সাংবাদিকদের বলেন, রাবার বুলেট নয়, চিটা গুলি ছুড়ে সীমান্ত থেকে সরাতে চেষ্টা করে বিএসএফ। তবে এ ঘটনায় পতাকা বৈঠকে দুঃখ প্রকাশ করেছেন ভারতীয় বিএসএফ।

সোনালীনিউজ/ঢাকা/এইচএআর

Wordbridge School
Link copied!