• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

বিজিএমইএ নির্বাচনে আনিসুল পত্নী রুবানার পূর্ণ প্যানেল জয়ী


নিজস্ব প্রতিবেদক এপ্রিল ৬, ২০১৯, ১০:২৬ পিএম
বিজিএমইএ নির্বাচনে আনিসুল পত্নী রুবানার পূর্ণ প্যানেল জয়ী

ঢাকা : পোশাক শিল্প মালিকদের সংগঠন বিজিএমইএ’র নির্বাচনে বিপুল ভোটের ব্যবধানে জয় পেয়েছেন মোহাম্মদী গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ড. রুবানা হকের নেতৃত্বাধীন সম্মিলিত-ফোরাম।

শনিবার (৬ এপ্রিল) বিকেল সাড়ে ৫টায় ভোট গণনা শুরু হয়। এর আগে সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত রাজধানীর বিজিএমইএ ভবনে বিরতিহীনভাবে ভোটগ্রহণ চলে।

বিজিএমইএ নির্বাচন পরিচালনা বোর্ডের সদস্য ব্যারিস্টার নিহাদ কবীর সাংবাদিকদের জানান, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ শেষ হয়েছে। ১ হাজার ৯৫৬ জন ভোটারের মধ্যে ভোট দিয়েছেন ১ হাজার ৪৯২ জন। অর্থাৎ ভোট পড়েছে শতকরা ৭৬.২৭ ভাগ।

সম্মিলিত ফোরামে জয় পাওয়া অন্যরা হলেন- এস এম মান্নান, ফয়সাল সামাদ, মোহাম্মদ নাছির, আসিফ ইব্রাহিম, আরশাদ জামাল, এম এ রহিম, কে এম রফিকুল ইসলাম, মো. শহীদুল হক, মশিউল আজম, ইনামুল হক খান, মাসুদ কাদের, ইকবাল হামিদ কোরাইশী, নাছির উদ্দিন, কামাল উদ্দিন, সাজ্জাদুর রহমান মৃধা, রেজওয়ান সেলিম, মুনির হোসেন, এ কে এম বদিউল আলম, মিরান আলী, মোহাম্মদ আবদুল মোমেন, মোশারফ হোসেন ঢালী, শিহাব উদ্দোজা চৌধুরী, মহিউদ্দিন রুবেল, শরীফ জহির ও নজরুল ইসলাম।

চট্টগ্রাম অঞ্চলে এই প্যানেলের বিজয়ীরা হলেন- মোহাম্মদ আব্দুস সালাম, এ এম চৌধুরী, এ এম মাহবুব চৌধুরী, এনামুল আজিজ চৌধুরী, মোহাম্মদ আতিক, খন্দকার বেলায়েত হোসেন, অঞ্জন শেখর দাশ, মোহাম্মদ মুছা ও মোহাম্মদ মেরাজ-ই-মোস্তফা।

বিজিএমইএ সূত্র জানায়, সম্মিলিত ফোরাম ও স্বাধীনতা পরিষদ নামে দুটি প্যানেল নির্বাচনে ২৬টি পরিচালক পদে প্রতিদ্বন্দ্বিতা করে। সংগঠনটিতে পরিচালকদের মোট পদ ৩৫টি। এর মধ্যে ঢাকায় ২৬টি ও নয়টি চট্টগ্রামে। চট্টগ্রাম অঞ্চলের পরিচালক পদে সবাই বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।

বিজিএমইএ’র ১ হাজার ৯৫৬ ভোটারের মধ্যে ১ হাজার ৪৯২ জন ভোট দিয়েছেন বলে নির্বাচন পরিচালনা বোর্ডের সদস্য নিহাদ কবীর জানিয়েছেন। অর্থাৎ নির্বাচনে ভোট পড়েছে ৭৬ দশমিক ২৭ শতাংশ।

এর আগে ২০১৫ সালে ২২ সেপ্টেম্বর বিজিএমইএ’র সবশেষ নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল।

সোনালীনিউজ/এমটিআই

Wordbridge School
Link copied!