• ঢাকা
  • শনিবার, ২০ এপ্রিল, ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

বিজিবি’র এক মাসের অভিযানে ৬৫ কোটি টাকার চোরাই মাল জব্দ


নিজস্ব প্রতিবেদক এপ্রিল ১, ২০২০, ০৮:৪৪ পিএম
বিজিবি’র এক মাসের অভিযানে ৬৫ কোটি টাকার চোরাই মাল জব্দ

ঢাকা : বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) গত মার্চ মাসে দেশের সীমান্ত এলাকাসহ অন্যান্য স্থানে অভিযান চালিয়ে ৬৫ কোটি ৩৩ লাখ ৭ হাজার টাকা মূল্যের বিভিন্ন প্রকারের চোরাচালান ও মাদক দ্রব্য জব্দ করেছে। 

বুধবার (১ এপ্রিল ) বিজিবি সদরদফতরের জনসংযোগ কর্মকর্তা শরিফুল ইসলাম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন।

জব্দকৃত মাদকের মধ্যে রয়েছে, ৯ লাখ ৩৩ হাজার ৮২ পিস ইয়াবা, ৪০হাজার ৩১৪ বোতল ফেনসিডিল, ৯হাজার ৬৮৫ বোতল বিদেশী মদ, ৪৬৯ লিটার বাংলা মদ, ১৩৯ ক্যান বিয়ার, ৯২৮ কেজি গাঁজা, ২৮০ গ্রাম হেরোইন, ৩,৮০৯টি ইনজেকশন, ১৫ হাজার ২৫২টি এ্যানেগ্রা/ সেনেগ্রা ট্যাবলেট এবং ২লাখ ৮১হাজার ৪১৩টি অন্যান্য ট্যাবলেট। 

জব্দকৃত অন্যান্য চোরাচালান দ্রব্যের মধ্যে রয়েছে, ৪ কেজি ৪২৬ গ্রাম স্বর্ণ, ৫৮ কেজি ৪৭০ গ্রাম রুপা, ৮৬ হাজার ১২৮টি ইমিটেশন গহনা, ৬২হাজার ১৩১টি কসমেটিক্স সামগ্রী, ২হাজার ৬৭টি শাড়ি, ২হাজার ৪৮৮টি থ্রিপিস/শার্টপিস, ৫হাজার৫৫০টি তৈরী পোশাক, ২৬৩ মিটার থান কাপড়, ২হাজার৮৪১ ঘনফুট কাঠ, ১৩হাজার ৫৬৬ কেজি চা পাতা, ৭টি ট্রাক, ৩ প্রাইভেটকার, ১টি পিকআপ, ১৮টি সিএনজি/ইঞ্জিন চালিত অটোরিকশা এবং ৮৭টি মোটর সাইকেল। 

উদ্ধারকৃত অস্ত্রের মধ্যে রয়েছে, ২টি পিস্তল, ৮টি অন্যান্য প্রকারের অস্ত্র, ২টি ম্যাগাজিন এবং ১০ রাউণ্ড গুলি। 

এছাড়াও সীমান্তে বিজিবি’র অভিযানে ইয়াবাসহ বিভিন্ন প্রকার মাদক পাচার ও অন্যান্য চোরাচালানে জড়িত থাকার অভিযোগে ৩৪২ জন চোরাচালানীকে এবং অবৈধভাবে সীমান্ত অতিক্রমের দায়ে ২৭ জন বাংলাদেশি নাগরিক ও ৬ জন ভারতীয় নাগরিককে আটকের পর তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

সোনালীনিউজ/এএস

Wordbridge School
Link copied!