• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

বিজিবির মহাপরিচালককে প্রত্যাহার


নিজস্ব প্রতিবেদক মার্চ ৮, ২০১৮, ০২:২৬ পিএম
বিজিবির মহাপরিচালককে প্রত্যাহার

ঢাকা: বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) মহাপরিচালক মেজর জেনারেল আবুল হোসেনকে প্রত্যাহার করা হয়েছে। তার নিজ বাহিনী সেনাবাহিনীতে ফেরত পাঠানো হয়েছে।

বুধবার (৮ মার্চ) জারি হওয়া এক প্রজ্ঞাপনে এ তথ্য জানিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রেষণ-১ অধিশাখা। জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব এম কাজী এমদাদুল ইসলামের সই করা প্রজ্ঞাপনের মাধ্যমে এ আদেশ দেয়া হয়।

আদেশে বলা হয়েছে, বাংলাদেশ সশস্ত্র বাহিনীর (সেনাবাহিনী) কর্মকর্তা মেজর জেনারেল আবুল হোসেন এনডিসি, পিএসসি তার বর্তমান কর্মস্থল বিজিবির মহাপরিচালকের প্রেষণ পদ থেকে প্রত্যাহারপূর্বক বাংলাদেশ সেনাবাহিনীতে প্রত্যাবর্তনের জন্য তার চাকরি সশস্ত্র বাহিনী বিভাগে প্রত্যর্পণ করা হলো।

জনস্বার্থে জারি করা এই আদেশ অবিলম্বে কার্যকর হবে বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।

এর আগে ২০১৬ সালের ২ নভেম্বর রাষ্ট্রপতির আদেশক্রমে মেজর জেনারেল আবুল হোসেনকে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) মহাপরিচালক হিসেবে নিয়োগ দেয়া হয়। 

সোনালীনিউজ/ঢাকা/এআই

Wordbridge School
Link copied!