• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

বিজয় দিবসের অনুষ্ঠানে পুতুলের গান


বিনোদন প্রতিবেদক ডিসেম্বর ১০, ২০১৯, ০৩:৩১ পিএম
বিজয় দিবসের অনুষ্ঠানে পুতুলের গান

ঢাকা : শ্রোতাপ্রিয় সংগীতশিল্পী ও নন্দিত উপস্থাপক পুতুলকে আগামী বিজয় দিবসে বাংলাদেশ টেলিভিশনের দুটি অনুষ্ঠানে সংগীত পরিবেশন করতে দেখা যাবে। এরই মধ্যে গতকাল সোমবার পুতুল তিমির নন্দীর উপস্থাপনায় ‘হূদি কল্লোল’ অনুষ্ঠানে দুটি দেশাত্মবোধক গানের রেকর্ডিংয়ে অংশ নেন।

গান দুটির একটি হচ্ছে বিপুল ভট্টাচার্যের স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের গান ‘এই না বাংলাদেশের গান’ এবং অন্যটি মৌসুমী ভৌমিকের ‘যশোহর রোড’। আগামী বিজয় দিবসে বিটিভিতে প্রচার হবে।

আবার আগামীকাল পুতুল মাহবুবা ফেরদৌসের প্রযোজনায় বিজয় দিবসের বিশেষ অনুষ্ঠানের দেশাত্মবোধক গানের রেকর্ডিংয়ে অংশ নেবেন পুতুল। এই গানও বিজয় দিবসে বাংলাদেশ টেলিভিশনে প্রচার হবে। দেশের গান গাইতে সব সময়ই স্বাচ্ছন্দ্যবোধ করেন পুতুল।

পুতুল বলেন, ‘আমার সৌভাগ্য যে নানাভাবে বেশ কটি দেশের মৌলিক গান আমার করা হয়েছে। যে গানগুলোর জন্য আমি সব সময়ই বেশ ভালো সাড়া পেয়ে থাকি। দেশের গান গাওয়ার মধ্যে এক অন্য রকম তৃপ্তি কাজ করে। এখন পর্যন্ত আমি আট-দশটি দেশের গান গেয়েছি। এটা আমার জন্য সত্যিই এক অন্য রকম ভালো লাগা। গানগুলোর সঙ্গে যারা সম্পৃক্ত তাদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা।’

লুৎফর হাসানের লেখা ও সুর করা দেশাত্মবোধক গান, ‘ও আমার শাপলা ফোটা ঝিলের জলের ঢেউ’ গানটির জন্য যেমন প্রতিনিয়ত সাড়া পান, পুতুল ঠিক তেমনি মোহাম্মদ রফিকউজ্জামানের লেখা ও অনুপ ভট্টাচার্যের সুরে ‘বিজয় মানেতো জনতার কাছে আসা’ গানটির জন্যও বেশ সাড়া পান পুতুল।

এদিকে এরই মধ্যে ইউটিউব প্রকাশিত হয়েছে রাজন সাহার সুরে ও মাহতাব হোসেনের লেখা ‘চোখের কোণে জল’ গানটি। আগামী ১২ ডিসেম্বর জামাল হোসেনের লেখা ও হূদয় হাসিনের সুরে ‘হতাম যদি আমি একটা নদী’ গানটির মিউজিক ভিডিওর শুটিং সম্পন্ন হবে। গান পুতুলের পেশা আর লেখালেখি পুতুলের নেশা। যে কারণে আগামী বইমেলায় যথারীতি তার নতুন উপন্যাস আসছে। তবে উপন্যাসের নামকরণ করা হয়নি এখনো। তবে এই সময়ে পুতুলকে উপস্থাপনায় দেখা যাচ্ছে না বললেই চলে।

পুতুল বলেন, ‘সংগীতবিষয়ক অনুষ্ঠানগুলোতে যদি নতুনত্ব আসে কিংবা চ্যানেলেগুলো যদি নতুন আঙ্গিকে কিছু করার চিন্তা করে, তাহলেই হয়তো উপস্থাপনাতে আবার নিয়মিত হব।’ এরই মধ্যে পুতুল কণা চৌধুরীর লেখা নতুন দুটি গান ‘ঝুম বৃষ্টিতে’ ও ‘কফির চুমুকে’তে কণ্ঠ দিয়েছেন।

সোনালীনিউজ/এমটিআই

Wordbridge School
Link copied!