• ঢাকা
  • মঙ্গলবার, ১৬ এপ্রিল, ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

বিজয়ের মাসে খোকশাবাড়ীতে স্বাস্থ্য সেবা কর্মসুচি


নিজস্ব প্রতিবেদক ডিসেম্বর ২০, ২০১৮, ০১:৫৮ পিএম
বিজয়ের মাসে খোকশাবাড়ীতে স্বাস্থ্য সেবা কর্মসুচি

ঢাকা : মহান বিজয় দিবসকে কেন্দ্র করে শিশু, কিশোর থেকে শুরু করে সমাজের সব শ্রেণী পেশার মানুষদের মাঝে বিনামুল্যে চিকিৎসা সেবা দিয়েছে খোকশাবাড়ী যুব উন্নয়ন সংস্থা।

রোববার (১৬ ডিসেম্বর) সকাল ৯ টা থেকে দুপুর ১টা পর‌্যন্ত এ কর্মসূচী অনুষ্ঠিত হয়।

শিশু, কিশোর, যুবক, পুরুষ, মহিলা, বৃদ্ধ, বৃদ্ধাসহ সকলেই বিনামুল্যে চিকিৎসা  সেবা নেন। কেউ ব্লাড প্রেসার, কেউ ডায়াবেটিক পরীক্ষা, আবার কেউবা পরামর্শ নিয়েছেন অন্যান্য রোগের বিষয়ে। রোগীদের পরামর্শ দিয়েছেন ডাক্তার আব্দুল বাতেন।

কর্মসুচি বাস্তবায়নে সহযোগিতা করেছেন রাকিবুল ইসলাম, খোকন, সোহাগ, সামাদ, মুস্তাকিম, রাকিবুল।

এ কর্মসুচির সার্বিক দায়িত্ব পালন করেন সংগঠনটির চেয়ারম্যান ও ল’ রিপোর্টার্স ফোরামের সাবেক দপ্তর সম্পাদক সাংবাদিক আমিনুল ইসলাম মল্লিক।  

খোকশাবাড়ী, শৈলাবাড়ী, খলিশাকুড়া, চরপাড়া, নলিছাপাড়া, জানপুরসহ  আশপাশ এলাকার বিভিন্ন শ্রেণী পেশার ,মানুষ এই স্বাস্থ্য সেবা গ্রহন করেন।

সোনালীনিউজ/এমটিআই

Wordbridge School
Link copied!