• ঢাকা
  • শনিবার, ২০ এপ্রিল, ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

বিটিআরসিকে এক হাজার কোটি টাকা দিল গ্রামীণফোন


আদালত প্রতিবেদক ফেব্রুয়ারি ২৩, ২০২০, ০৪:৩০ পিএম
বিটিআরসিকে এক হাজার কোটি টাকা দিল গ্রামীণফোন

ঢাকা : আদালতের নির্দেশনা অনুযায়ী বাংলাদেশি টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন বিটিআরসিকে এক হাজার কোটি টাকা দিয়েছে মোবাইল সেবাদানকারী প্রতিষ্ঠান গ্রামীণফোন।

ফেসবুকের ভেরিফায়েড পেইজে এক স্ট্যাটাসে টাকা পাওয়ার খবর নিশ্চিত করেছেন ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী মোস্তফা জব্বার।

নিজের স্ট্যাটাসে মিস্টার জব্বার লিখেছেন, "সুখবরটা পেলামই। গ্রামীণফোন এক হাজার কোটি টাকা প্রদান করেছে।"

এর আগে এক বিবৃতে গ্রামীণফোন জানায়, রোববার (২৩ ফেব্রুয়ারি) তারা আদালতের নির্দেশনা মেনে বিটিআরসি-কে এক হাজার কোটি টাকা দেবে তারা।

টেলিযোগাযোগ কর্তৃপক্ষ বিটিআরসির দাবি, গ্রামীনফোন এবং রবি, এই দুইটি টেলিকম কোম্পানির কাছে ২০ বছরে সাড়ে ১৩ হাজার কোটি টাকা বকেয়া রয়েছে সংস্থাটির।

এর মধ্যে গ্রামীণফোনের কাছে পাওনা ১২ হাজার ৫৭৯ কোটি ৯৫ লাখ টাকা এবং রবির কাছে ৮৬৭ কোটি ২৩ লাখ টাকা পাওনা রয়েছে বলে জানিয়েছে বিটিআরসি।

যদিও মোবাইল কোম্পানি দুটো বলেছে, টাকার অংক নিয়ে তাদের আপত্তি রয়েছে।

 কিন্তু টাকা জমা দেয়ার পর গ্রামীণফোনের উপর থেকে নিষেধাজ্ঞাগুলি শিথিল করা হবে কি না জানতে চাইলে বিটিআরসি'র ভাইস চেয়ারম্যান সুব্রত রায় মৈত্র বলেন, "আগে টাকাটা তারা জমা দিক, আমরা আদালতের পূর্ণ আদেশ পাই, তারপর দেখবো।

সোনালীনিউজ/এমটিআই

Wordbridge School
Link copied!