• ঢাকা
  • শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

বিদায় বেলায় এমন কথা বলতে নেই !


মো:গোলাম মোস্তফা (দুঃখু ) জুন ২৮, ২০১৮, ১২:২৯ পিএম
বিদায় বেলায় এমন কথা বলতে নেই !

আজ না বলা কথার দিন,
দেখা হবে কথা হবে ।
চোখের ভাষায় শুনবো,
তোমার না বলার কথা গুলো ।

সময় যে কারো জন্য বসে থাকে না !
সময়ের নিয়মে মানুষ,
তার মনের ঘরে বড় অসহায়  ।

তোমার কি মনে আছে !
সেই দিনের কথা ।

যেদিন বলেছিলে কথা দিলাম ,
তোমার বুকে মাথা রেখে !
রয়ে যাবো তোমার কুঁড়ে ঘরে ।

ছোট কুঁড়ের ঘর আছে,
তবে আজ তোমার কথা দেওয়া
শব্দ গুলো জাদুঘরে আছে হয়তো ।

আচ্ছা তোমার কি মনে আছে !
প্রথম দেখায় তুমি বলেছিলে,
আমি নাকি অনেক চালাক ।

দেখ তোমার চালাক মানুষটি ,
ভবঘুরে হয়ে পাগলের মতো ছুটছে ।

হাজারও স্বপ্ন গুলো,
চার পাশে খেলা করে বলে
কি খবর পাগল হাওয়া ।

তোমার মনের মানুষ ,
কার বাড়িতে আছে ।
রাখো নাকি কি খবর !

কেমন আছো শীতল হাওয়ার ঘরে,
নতুন রানী হয়ে ।

আমি ভালো আছি পাগল রাজা হয়ে !
কেউ আসে না আমার পাশে ,
মুক্ত পাগল  বলে ।

সবাই আসে মজা নিতে ,
পাগলের পাগলামির নাচন দেখতে ।

যদি কখনো পাগলের নাচন দেখতে চাও,
চলে এসো ময়মনসিংহের চূড়খাই গ্রামে ।

কথা দিলাম সেই দিন না হয়,
জীবনের শেষ পাগলামি করবো ।

বিদায় নেবার জন্য বসে আছি !
তুমি আসবে পাগলা নাচন দেখবে,
তোমার প্রিয় স্বামীর সাথে ।

আমার দেহের রক্ত দিয়ে,
বিদায় বলার শেষ গোসল হবে ।

ভয় পেয়ো না!
কথা দিলাম কিছু করবো না ।

আমার দেহ খানা মাটিতে পড়ে যখন যাবে ,
একবার এসে কানে বলে দিয়ো ।

কেন কথা দিয়ে,
কথা  রাখলে না ।

চুপ ! চুপ ! চুপ !
লোকে শুনবে তোমার কথা ,
বিদায় বেলায় এমন কথা বলতে নেই ।

লেখক: বিতার্কিক-শিক্ষার্থী, সাংবাদিকতা বিভাগ,পোর্ট সিটি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি,খুলশী,চট্টগ্রাম।

Wordbridge School
Link copied!