• ঢাকা
  • শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

বিদেশি টিভি চ্যানেলে দেশি পণ্যের বিজ্ঞাপন বন্ধের নির্দেশ


নিজস্ব প্রতিবেদক জানুয়ারি ২৯, ২০১৯, ১০:২৫ পিএম
বিদেশি টিভি চ্যানেলে দেশি পণ্যের বিজ্ঞাপন বন্ধের নির্দেশ

ঢাকা: দেশে ডাউনলিংক এর মাধ্যামে সম্প্রচারিত সকল বিদেশি টিভি চ্যানেলে দেশি পণ্যের বিজ্ঞাপন প্রচার অবিলম্বে বন্ধ করার নির্দেশ দিয়েছে তথ্য মন্ত্রণালয়।

মঙ্গলবার (২৯ জানুয়ারি) তথ্য মন্ত্রণালয়ের জারিকৃত এক পত্রে বলা হয়, কেবল টেলিভিশন নেটওয়ার্ক পরিচালনা আইন-২০০৬- এর ধারা ১৯ -এর ১৩ নং উপধারায় বিদেশি টিভি চ্যানেলের মাধ্যমে বিজ্ঞাপন প্রচার সম্পূর্ণভাবে নিষিদ্ধ করা হয়েছে। কিন্তু বাংলাদেশে ডাউনলিংক এর মাধ্যমে সম্প্রচারিত কোনো কোনো বিদেশি টিভি চ্যানেলে বিজ্ঞাপন প্রচার করা হচ্ছে মর্মে জানা গেছে, যা উক্ত আইনের পরিপন্থী।

জানা যায়, বিদেশি টিভি চ্যানেল ডাউনলিংক এর মাধ্যমে সম্প্রচারের জন্য প্রদত্ত অনুমতি/অনাপত্তিপত্রে ‘কেবল্ টেলিভিশন নেটওয়ার্ক পরিচালনা আইন, ২০০৬’ যথাযথভাবে প্রতিপালনের শর্ত আরোপ করা হয়েছে। তাই বিদেশি কোনো টিভি চ্যানেলের মাধ্যমে দেশিপণ্যের বিজ্ঞাপন প্রচার করলে উক্ত আইনের ১১ ধারা মোতাবেক ডিস্ট্রিবিউশন লাইসেন্স বাতিল/স্থগিত এবং ২৮ ধারা মোতাবেক ২ বছর পর্যন্ত কারাদণ্ড হতে পারে বলে নির্দেশনায় বলা হয়।

সোনালীনিউজ/এমএইচএম

Wordbridge School
Link copied!