• ঢাকা
  • শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

‘বিদেশি পর্যবেক্ষক না রাখতেই ৩০ ডিসেম্বর ভোট’


নিজস্ব প্রতিবেদক নভেম্বর ১২, ২০১৮, ০৫:০৩ পিএম
‘বিদেশি পর্যবেক্ষক না রাখতেই ৩০ ডিসেম্বর ভোট’

ফাইল ফটো

ঢাকা: জাতীয় ঐক্যফ্রন্ট নেতা ও গণস্বাস্থ্য কেন্দ্রে প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিদেশি পর্যবেক্ষক না রাখার কৌশল হিসেবে ৩০ ডিসেম্বর ভোটের নতুন তারিখ ঘোষণা করা হয়েছে।

সোমবার (১২ নভেম্বর) সিইসি কেএম নুরুল হুদা ভোটগ্রহণের নতুন তারিখ ঘোষণার পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় এ মন্তব্য করেন গণস্বাস্থ্য কেন্দ্রের এ প্রতিষ্ঠাতা।

নির্বাচনের নতুন তারিখ নির্ধারণ করাকে উদ্দেশ্যপ্রণোদিত বলে মন্তব্য করেন জাফরুল্লাহ বলেন, নববর্ষ উপলক্ষে বিশ্বের বেশিরভাগ দেশে ৩০ ডিসেম্বর থেকে উৎসব হয়। এ সময় ভোটগ্রহণ হলে বিদেশিরা তাতে পর্যবেক্ষক হিসেবে থাকতে চাইবেন না।

নির্বাচন কমিশনের এমন সিদ্ধান্তকে ষড়যন্ত্র হিসেবে উল্লেখ করে তিনি বলেন, এমন ষড়যন্ত্র চলতে থাকলে নির্বাচনে অংশগ্রহণের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করা হবে।

উল্লেখ্য, নববর্ষ উপলক্ষে বিশ্বের বেশিরভাগ দেশে বছরের সবচেয়ে বড় উৎসব হয় ৩১ ডিসেম্বর।

এবার তার আগের দিন ৩০ ডিসেম্বর রোববার, যা পশ্চিমা বিশ্বসহ বেশিরভাগ দেশে সাপ্তাহিক ছুটির দিন। ফলে এবার ৩০ ও ৩১ ডিসেম্বর ছুটি থাকবে।

সোনালীনিউজ/এমএইচএম

Wordbridge School
Link copied!