• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

বিদেশি প্রভুদের কাছে সাহায্য চাইছে বিএনপি-ঐক্যফ্রন্ট


নিজস্ব প্রতিবেদক জানুয়ারি ১২, ২০১৯, ১০:৫২ এএম
বিদেশি প্রভুদের কাছে সাহায্য চাইছে বিএনপি-ঐক্যফ্রন্ট

ঢাকা: প্রধানমন্ত্রীর তথ্য ও প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় মন্তব্য করেছেন যে- ‘বিএনপি-ঐক্যফ্রন্ট ভোটারদের কাছে প্রত্যাখ্যাত হয়ে বিদেশি প্রভুদের কাছে সাহায্য চাইছে।’

শুক্রবার (১১ জানুয়ারি) নিজের ভেরিফাইড ফেসবুক পেজে এক ইংরেজি পোস্টে তিনি এ মন্তব্য করেন। নির্বাচনকে মিথ্যা প্রমাণ করতে বিএনপি-ঐক্যফ্রন্ট লবিং করছে বলেও মন্তব্য করেন তিনি।

জয় বলেন, গত এক দশকে এটিই ছিল সম্পূর্ণ অংশগ্রহণমূলক নির্বাচন। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে এখন পর্যন্ত কেউ কোনো কারচুপির প্রমাণ দেখাতে পারেনি। এর মাধ্যমে প্রমাণিত হয়, নির্বাচন সুষ্ঠু হয়েছে। সাধারণ মানুষ শেখ হাসিনার দক্ষ নেতৃত্বের প্রতি আস্থা রেখে আওয়ামী লীগকে ভোট দিয়েছে।’

জয় অভিযোগ করেন, ‘ক্ষমতাসীন দল ৯০% ভোট পেয়েছে এটি বিএনপির মিথ্যা প্রচারণা। আওয়ামী লীগ মূলত ৭২ শতাংশের মতো ভোট পেয়েছে। ৭২ শতাংশ ভোট পাওয়া এটি আওয়ামী লীগের নতুন রেকর্ড নয়। ১৯৭৩ সালে আওয়ামী লীগ ৭৩.২% ভোট পেয়েছিল।’

তিনি ইংরেজিতে এ বিষয়ে বিস্তারিত একটি তথ্য তুলে ধরেছেন। যা পাঠকদের উদ্দেশ্যে তুলে ধরা হলো-


সোনালীনিউজ/ঢাকা/আকন

Wordbridge School
Link copied!