• ঢাকা
  • শনিবার, ২০ এপ্রিল, ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

বিদেশে বাংলাদেশিদের প্রাণহানি ১’শ ছাড়ালো


নিউজ ডেস্ক এপ্রিল ৬, ২০২০, ১১:৫২ পিএম
বিদেশে বাংলাদেশিদের প্রাণহানি ১’শ ছাড়ালো

ঢাকা : বিশ্বের বিভিন্ন দেশে করোনায় একদিনে মারা গেছেন ১৮ বাংলাদেশি। এ নিয়ে বিদেশে বাংলাদেশিদের মৃত্যুর সংখ্যা একশো ছাড়ালো।

সোমবার (৬ এপ্রিল) রাতে এই রিপোর্ট লেখা পর্যন্ত যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, স্পেন, কানাডা, সৌদি আরবসহ বিশ্বের বিভিন্ন দেশে প্রবাসী বাংলাদেশিদের মৃত্যুর এ সংখ্যা জানা গেছে।

সবচেয়ে বেশি বাংলাদেশির প্রাণহানি যুক্তরাষ্ট্রে। দেশটিতে নতুন করে মারা গেছেন ১২ জন।  যাতে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ৭৭।

স্পেনে করোনায় মারা গেছেন আবুল হোসেন, আনোয়ার ও আব্দুস শহীদ নামে তিন বাংলাদেশি।  আক্রান্ত আছেন আরও ৭৭।

কানাডার টরন্টোতে তুতিউর রহমান নামে এক বাংলাদেশি মারা গেছেন।  তার বাড়ি মৌলভীবাজারের বড়লেখায়।

সৌদি আরবে আরো দুইজনসহ ৬ বাংলাদেশির মৃত্যু হয়েছে।  জার্মানিতে আক্রান্ত ১৫ বাংলাদেশির মধ্যে সুস্থ হয়েছেন ৫ জন।

সোনালীনিউজ/এএস

Wordbridge School
Link copied!