• ঢাকা
  • মঙ্গলবার, ১৬ এপ্রিল, ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

বিদ্যুতের কাজ করতে গিয়ে কুবি শিক্ষার্থীর মৃত্যু


কুবি প্রতিনিধি জুন ২, ২০২০, ০৭:৩০ পিএম
বিদ্যুতের কাজ করতে গিয়ে কুবি শিক্ষার্থীর মৃত্যু

ছবি: সংগৃহীত

কুবি: বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রের মৃত্যু হয়েছে। প্রাণ হারানো শিক্ষার্থী সোহরাওয়ার্দী ভূঁইয়া বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগের ১১ তম ব্যাচের শিক্ষার্থী ছিলেন।

মঙ্গলবার (২ জুন) সকালে কুমিল্লার দেবিদ্বার উপজেলার রসুলপুর ইউনিয়নের গোলাপনগর গ্রামে নিজ বাড়িতে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন।

তার বিভাগের একাধিক শিক্ষার্থী তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। জানিয়েছেন, মেইন সুইচ অন রেখেই বাড়িতে বিদ্যুতের কাজ করতে গিয়ে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। অসুস্থ বোধ করলে তাকে হাসপাতালে নেয়া হয়, সেখানেই তার মৃত্যু হয়।

নৃবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান আব্দুর রহমান বলেন 'আমরা এই অপ্রত্যাশিত দুঃসংবাদে শোকাহত। তার পরিবারের সাথে যোগাযোগ করেছি। তার বাড়িতে আমরা যাবো।'

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর কাজী মোঃ কামালউদ্দিন বলেন, 'আমি মাত্রই তার মৃত্যুর সংবাদ শুনেছি। মহামারীর এই সময়ে তাঁর মৃত্যুর সংবাদ আমাদের আরো বেশি শোকাহত করে। মহান আল্লাহ তাঁকে জান্নাত নসিব করুক।'

সোনালীনিউজ/এমএএইচ

Wordbridge School
Link copied!