• ঢাকা
  • শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

বিদ্যুতের খুঁটি ভেঙে বাস খাদে, নিহত ১


ঠাকুরগাঁও প্রতিনিধি সেপ্টেম্বর ৯, ২০১৯, ০২:৫৮ পিএম
বিদ্যুতের খুঁটি ভেঙে বাস খাদে, নিহত ১

ঠাকুরগাঁও: ঠাকুরগাঁওয়ে এটি বেপরোয়া যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের খাদে পড়ে একজনের মৃত্যু হয়েছে। এতে আহত হয়েছেন অন্তত ২০ জন। যাত্রীদের অবিযোগ, চালকের বেপরোয়া আচরণই এই দুর্ঘটনার কারণ। 

সোমবার (৯ সেপ্টেম্বর) ভোর ৫টার দিকে ঢাকা-ঠাকুরগাঁও মহসড়কের হাজির মোড় এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহত নারীর নাম সেফালি বেগম (৪৫)। তিনি পঞ্চগড়ের তেতুলিয়া উপজেলার শালবাহান এলাকার মফিজুর রহমানের স্ত্রী।

এ বিষয়ে ঠাকুরগাঁও হাইওয়ে পুলিশের উপপরিদর্শক পরিদর্শক নাজমুল জানান, রোববার (৮ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টায় পঞ্চগড়ের তেঁতুলিয়ার উদ্দেশে ঢাকার উত্তরা থেকে ছেড়ে আসে হানিফ এন্টারপ্রাইজের বাসটি। বাসটির যাত্রীরা অভিযোগ করেছেন যে, শুরু থেকেই চালক অতিরিক্ত গতিতে বাস চালাচ্ছিলেন। ভোরের দিকে ঠাকুরগাঁওয়ে পৌঁছার পর হাজীর মোড় এলাকার একটি বিদ্যুতের খুঁটিতে ধাক্কা দেয় বাসটি। এতে খুঁটিটি ভেঙে পড়ে ও সড়কের পাশের রেলিং ভেঙে বাসটি রাস্তার পাশের খাদে পড়ে যায়। তবে খাদের পাশে থাকা গাছে আটকে যাওয়ায় সেটি নিচে পড়ে যায়নি। এতে এক নারী যাত্রীর মৃত্যু হয়, আহত হন অন্তত ২০ যাত্রী। তবে চালক পালিয়ে যায়।

ওসি জানান, আহতদের ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সোনালীনিউজ/এমএএইচ

Wordbridge School
Link copied!