• ঢাকা
  • শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

বিপদাপদে আল্লাহর সাহায্য লাভের দোয়া


নিজস্ব প্রতিবেদক ফেব্রুয়ারি ২৩, ২০১৬, ০৮:৫৪ পিএম
বিপদাপদে আল্লাহর সাহায্য লাভের দোয়া

সোনালীনিউজ ডেস্ক

বিপদাপদে মানুষ অধৈয্য হয়ে যায়। হিতাহিত জ্ঞান থাকে না। স্বাভাবিক জ্ঞান-বুদ্ধি লোপ পায়। অথচ সকল বিপদাপদ থেকে হিফাজতকারী হলেন মহান আল্লাহ তআলা। রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কঠিন বিপদাপদের মুহূর্তে আল্লাহর সাহায্য লাভের কথা বলেছেন। যা এখানে তুলে ধরা হলো-

উচ্চারণ : ‘আল্লাহুম্মাস তুর আওরাতিনা ওয়া আমিন রাওয়াআতিনা।’ (মুসনাদে আহমাদ)

অর্থ : হে আল্লাহ আমাদের সকল দুর্বলতাকে আপনি ঢেকে রাখুন এবং আমাদের অস্থিরতাকে স্থিরতায় পরিণত করুন।
উৎস : খন্দকের যুদ্ধের সময় সাহাবায়ে কেরামগণ রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের নিকট আবেদন করলাম হে আল্লাহর রাসুল! এ কঠিন মুহূর্তে আমাদের জন্য কোনো দোয়া আছে কি? তখন রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বললেন, তোমরা আল্লাহর নিকট এভাবে দোয়া কর। সাহাবায়ে কেরামগণ উপরোক্ত দোয়াটি করলে আল্লাহ তাআলা বাতাসের মাধ্যমে শত্রু বাহিনীকে ধ্বংস করে দেন।

সুতরাং মুসলিম উম্মাহর উচিত, বিপদাপদে উক্ত দোয়া পড়ে আল্লাহ তাআলার সাহায্য লাভ করা। আল্লাহ সবাইকে তাঁর সাহায্য নসিব করুন। আমিন।

সোনালীনিউজ/ঢাকা/আকন

Wordbridge School
Link copied!