• ঢাকা
  • শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
বেশি টাকার জন্য নেই আল্ট্রাএজ প্রযুক্তি

বিপিএল যেন চিকিৎসক ছাড়া হাসপাতাল!


ক্রীড়া প্রতিবেদক জানুয়ারি ৬, ২০১৯, ০৯:৪৫ পিএম
বিপিএল যেন চিকিৎসক ছাড়া হাসপাতাল!

ছবি: সংগৃহীত

ঢাকা: বিপিএলের শুরু থেকেই আলোচনা হচ্ছে মিরপুরের উইকেট আর ডিসিশন রিভিউ সিস্টেম (ডিআরএস) নিয়ে। প্রায় প্রতি ম্যাচেই ডিআরএস আলোচনার জন্ম দিচ্ছে। মাঠের আম্পায়ার কোনো সিদ্ধান্ত দিতে না পারলে ব্যবহার হয় ডিআরএস। অথচ বিপিএলে এই ডিআরএস সিস্টেম লোক হাসাচ্ছে! ডিআরএস আছে অথচ ‘আল্ট্রাএজ’ বা স্নিকোমিটার নেই। কেউ কেউ রসিকতা করে এমনও বলছেন, এ যেন চিকিৎসক ছাড়া হাসপাতাল! থার্ড আম্পায়ারকে কট বিহাইন্ড বা এলবিডব্লুয়ের সিদ্ধান্ত নিতে হচ্ছে স্লো মোশন অথবা শব্দ শুনে।

 রোববার প্রথম ম্যাচে সিলেট সিক্সার্সেও তৌহিদ হৃদয় ও কুমিল্লার অধিনায়ক স্টিভ স্মিথের আউট দেওয়া হয়েছে এভাবেই। স্মিথের আউট নিয়ে কুমিল্লার কোচ কোনো কথা বলতে চাইলেন না সংবাদ সম্মেলনে। তবে তিনি যে ডিআরএসে সব প্রযুক্তি না থাকায় সন্তুষ্ট নন সেটি বোঝা গেল, ‘এটা নিয়ে আমাদের কথা হয়েছিল (টুর্নামেন্টের আগে)। কিন্তু এখানে আসলে স্নিকো বা আল্ট্রাএজ আনতে অনেক টাকা লাগে। এটা হয়তো যারা করছে তারা আনেনি। এটা নিয়ে আমাদের সঙ্গে আগেই কথা হয়েছে। আমাদের কিছু বলার নেই।’

কী কথা হয়েছিল সেটিও বললেন সালাউদ্দিন, ‘তখন আমরা বলেছিলাম, যেটা নিয়ে এখন ডিআরএস চলছে, খুব একটা লাভ হচ্ছে তা কিন্তু না। শুধু লেগ বিফোরে হয়তো সঠিক সিদ্ধান্ত আসছে, বাকিগুলোয় সন্দেহ থেকেই যাচ্ছে।’

টাকার জন্যই যে বিসিবি আল্ট্রাএজ বা স্নিকোমিটার নিয়ে আসেনি এর সত্যতা মিলেছে। তাহলে এখানে একটা প্রশ্ন উঠতেই পারে, বিসিবির টাকার কি অভাব পড়ে গেল! ডিআরএসে ব্যবহৃত প্রযুক্তি যেমন হক-আই, আল্ট্রাএজ, হট স্পট, অডিও-সব এক সঙ্গে ব্যবহার করতে চাইলে ম্যাচ প্রতি খরচ পড়বে ১০ হাজার ডলার বা সাড়ে আট লাখ টাকা। সেই হিসেবে পুরো বিপিএলে ৪৬ ম্যাচে খরচ হবে ৪ কোটি টাকা। আল্ট্রএজের মতো প্রযুক্তি ব্যবহার না করলে খরচ হবে অর্ধেক।

বিপিএল টেকনিক্যাল কমিটি ও বিসিবি মিডিয়া কমিটির চেয়ারম্যান জালাল ইউনূস বলেছেন, ‘আমরা ওদের (সম্প্রচার কর্তৃপক্ষ) বলেছি। ওরা বলেছে স্লো মোশন ব্যবহার করে দেখছে। সেটি দিয়ে যদি কাভার না করে তবে তারা আল্ট্রা এজের ব্যবস্থা করবে।’  

 সোনালীনিউজ/আরআইবি/জেডআই

Wordbridge School
Link copied!