• ঢাকা
  • শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

বিপিএলকেই পাখির চোখ করেছেন তাসকিন


ক্রীড়া প্রতিবেদক ডিসেম্বর ৫, ২০১৯, ০৯:০০ পিএম
বিপিএলকেই পাখির চোখ করেছেন তাসকিন

ঢাকা: বিপিএল দিয়েই গতবার জাতীয় দলে প্রত্যাবর্তন করেছিলেন তাসকিন আহমেদ। কিন্তু দূর্ভাগ্য এমনই যে নিউজিল্যান্ড সফরের ঠিক আগে আগে চোটে পড়ে গেলেন। আর খেলা হলো না জাতীয় দলে। বিশ্বকাপের আগে আয়ারল্যান্ড সফর থেকে ঘুরেই এসেছেন, খেলা হয়নি। এরপর বিশ্বকাপে ডাক না পাওয়ার যন্ত্রণা তাসকিনকে পুড়িয়েছে। সবমিলিয়ে বড় অস্থির  একটা সময় পার করেছেন এই গতি তারকা। তবে আবার তিনি ফোকাস করেছৈন বিপিএলকে। এই টুর্নামেন্ট দিয়েই ফিরতে চান জাতীয় দলে।

বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) সংবাদমাধ্যমকে তাসকিন বলছিলেন, ‘ইনজুরি ম্যানেজমেন্ট আগের থেকে ভালো। আমি এখন ভালো বুঝতে পারি শরীরের ধরন বা কীভাবে কি করা যায়। তাও ইনজুরি আসলে জীবনেরই অংশ, পেসারদেরই বেশি হয়। তো চাইবো যে নিজের শৃঙ্খলা বা প্রস্তুতিটা আরও ভালো করার জন্য যাতে সুস্থ থাকি।’

বিশ্বকাপের সেই যন্ত্রণা পেছনে ফেলে এসেছেন। নতুন করে এগোতে চান সামনে,‘ আসলে আমার এখন লক্ষ্যই হল যেখানেই সুযোগ হোক ভালো খেলা। চেষ্টা করবো সুস্থ থাকার, চেষ্টা করছিও যেভাবে ফিট থাকা যায়। লক্ষ্যই এখন একটা সামনের বিপিএল ভালো খেলা। নিজের সর্বোচ্চটা দিইয়ে চেষ্টা করবো ভালো খেলার। ভালো পারফরম্যান্স করে জাতীয় দলে খেলার সুযোগ পাই এটাই আমার লক্ষ্য।’
তাসকিনের বোলিংয়ের অস্ত্র গতি আর বৈচিত্র্য। এবার সেটা দিয়েই মাত করে দিতে চাইছেন, ‘আসলে গতিতো আছেই সেই সঙ্গে টি-টোয়েন্টি ফরম্যাটে সব বলই জোরে করা যাবেনা বৈচিত্র্য গুরুত্বপূর্ণ। চেষ্টা করব পরিস্থিতি বুঝে দলের চাহিদা পূরণ করার। এটাই লক্ষ্য থাকবে।’

সোনালীনিউজ/আরআইবি/এইচএন

Wordbridge School
Link copied!