• ঢাকা
  • শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

বিপিএলে উইকেটের সেঞ্চুরি করে ফেললেন সাকিব


ক্রীড়া প্রতিবেদক জানুয়ারি ২২, ২০১৯, ০৯:৩৬ পিএম
বিপিএলে উইকেটের সেঞ্চুরি করে ফেললেন সাকিব

ছবি: সংগৃহীত

ঢাকা: তিনি বাংলাদেশের সর্বকালের সেরা ক্রিকেটার কিনা এই নিয়ে আলোচনা হতেই পারে। তাঁর হাত ধরে বাংলাদেশ ক্রিকেটে অন্য উচ্চতায় পৌঁছেছে। গোটা ক্রিকেট দুনিয়া তাঁকে এক নামে চেনে। তিনি সাকিব আল হাসান। আন্তর্জাতিক ক্রিকেটে বল-ব্যাট হাতে নিয়ে নামলেই কোনো না কোনো রেকর্ড হয়ে যাচ্ছে। এটা যে সামনে আরো হবে সেটি না বললেও চলে।

আপাতত বিপিএলে দারুন এক মাইলফলক অতিক্রম করেছেন সাকিব। প্রথম বোলার হিসেবে ১০০ উইকেটের মাইলফলক ছুঁয়েছেন। চলতি আসরে উইকেটপ্রাপ্তির দিক থেকেই সাকিব আছেন সবার ওপরে। তাঁর ‍উইকেট সংখ্যা ১৭। বিপিএলে ৬৯ ম্যাচে ১০০ উইকেট দখলে নিলেন সাকিব।

মিরপুরে মঙ্গলবার রাতে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের বিপক্ষে ৪ ওভারে ২৪ রান খরচায় তুলে নিলেন ৩ উইকেট। ঠিক আগের ম্যাচেই চিটাগং ভাইকিংসের বিপক্ষে ১৬ রানে ৪ উইকেট শিকার করেছিলেন সাকিব। শেষ দুই ম্যাচে ৭ উইকেট।

দুর্দান্তরকমের ধারাবাহিক সাকিব ৮ ম্যাচের  সবকটিতেই পেয়েছেন উইকেটের দেখা। মঙ্গলবার রাত পর্যন্ত সাকিব ২৯ ওভার বল করে ২০১ রানের বিনিময়ে শিকার করেছেন ১৭ উইকেট। উইকেট প্রতি রান খরচ মাত্র ১১.৮২! ইকোনেমি রেটও সাতের নিচে (৬.৯৩)। স্ট্রাইক রেট ১০.২৩।

চলতি বিপিএলে সাকিবের ১৭ উইকেট:
১/১১ প্রতিপক্ষ রাজশাহী কিংস
৩/৩৯ প্রতিপক্ষ খুলনা টাইটানস
১/৩৫ প্রতিপক্ষ রংপুর রাইডার্স
২/৩৪ প্রতিপক্ষ সিলেট সিক্সার্স
১/২৯ প্রতিপক্ষ রাজশাহী কিংস
২/৩৪ প্রতিপক্ষ সিলেট সিক্সার্স
৪/১৬ প্রতিপক্ষ চিটাগং ভাইকিংস
৩/২৪ প্রতিপক্ষ কুমিল্লা ভিক্টোরিয়ান্স

সোনালীনিউজ/আরআইবি/জেডআই

Wordbridge School
Link copied!