• ঢাকা
  • শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

বিপিএলে দর্শক নেই কেন? জানালেন মুশফিক


ক্রীড়া প্রতিবেদক জানুয়ারি ৯, ২০১৯, ০৭:১১ পিএম
বিপিএলে দর্শক নেই কেন? জানালেন মুশফিক

ছবি: সংগৃহীত

ঢাকা: শীতের হিমেল হাওয়ার মাঝে দেশজুড়ে উত্তাপ ছড়িয়েছিল একাদশ জাতীয় সংসদ নির্বাচন। তার রেশ কাটতে না কাতটেই শুরু হয়ে গেছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ষষ্ঠ আসর। এই প্রথমবার বিপিএলে খেলতে এসেছেন অস্ট্রেলিয় স্টিভ স্মিথ এবং ডেভিড ওয়ার্নার। শিগগিরই যোগ দেবেন এবি ডি ভিলিয়ার্স। তাই আগের সব আসরকে ছাপিয়ে যাওয়ার আলোচনা হচ্ছিল। কিন্তু গত চার দিনেও প্রাণ পায়নি মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে ফাঁকা গ্যালারিগুলো।  

বুধবার (৯ জানুয়ারি) চিটাগাং ভাইকিংস বনাম সিলেট সিক্সার্সের মধ্যেকার খেলার সময়ও খাঁ খাঁ করছিল গ্যালারি। বিপিএলে এবারই প্রথম যুক্ত হয়েছে ডিআরএস, এলইডি স্ট্যাম্প, ড্রোন ও স্পাইডার ক্যামেরা। খেলছেন ক্রিস গেইল, শহীদ আফ্রিদি, স্টিভ স্মিথ এবং ডেভিড ওয়ার্নারের মতো তারকারা। তবুও কেন খেলা দেখতে মাঠে আসছে না দর্শক? এদিন ম্যাচ শেষে দর্শক না আসার কারণ জানালেন চিটাগাং ভাইকিংসের অধিনায়ক মুশফিকুর রহীম।

সাপ্তাহিক ছুটির দিনেও মিলছে না কাঙ্ক্ষিত দর্শক। বরং দিন দিন কমে আসছে। বুধবার চিটাগাং ভাইকিংস বনাম সিলেট সিক্সার্সের ম্যাচে এখনও পর্যন্ত সবচেয়ে কম দর্শক মাঠে এসেছেন খেলা দেখতে। সব মিলিয়ে বড়জোর হাজার তিনেক দর্শক হতে পারে। মাঠে দর্শক সঙ্কটের জন্য ডিজিটাল প্রযুক্তিকে দায়ী করলেন চিটাগাং ভাইকিংস অধিনায়ক মুশফিকুর রহীম।

তিনি বললেন, ‘ফাঁকা গ্যালারি তো থাকবেই। এখন মোবাইলে লাইভ দেখা যায়, বাসায় বসে বসে আরামে খেলা দেখতে পারে। যখন বাইরে কাজ করে তখন টিভিতে দেখে বা মোবাইলে দেখে। এই কারণেও হতে পারে।’

মুশফিকের দেওয়া পরের কারণ অবশ্য বেশ মজার, ‘আর সারা বছর এত আন্তর্জাতিক খেলা এত হয় যে দর্শকরা ভাবে এখন একটু বিশ্রাম নেই পরে আন্তর্জাতিক খেলা হলে দেখব।’

তবে কারণ জানিয়েই দর্শকদের মাঠে আসার আহবান জানিয়েছেন মুশফিক, ‘আমি দর্শকদের উদ্দেশ্যে এটাই বলব এত বড় বড় ক্রিকেটাররা আসছে- স্মিথ, ওয়ার্নার, রাসেল, পোলার্ড তাদের খেলা যদি মাঠে বসে না দেখেন তাইলে আর কোথায় দেখবেন।’

সোনালীনিউজ/ঢাকা/জেডআই

Wordbridge School
Link copied!