• ঢাকা
  • শনিবার, ২০ এপ্রিল, ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

বিপিএলের পর আইপিএলেও দুর্দান্ত ওয়ার্নার


ক্রীড়া প্রতিবেদক মার্চ ২৪, ২০১৯, ০৮:০৬ পিএম
বিপিএলের পর আইপিএলেও দুর্দান্ত ওয়ার্নার

ছবি: সংগৃহীত

ঢাকা: কেপটাউনের কলঙ্কিত সেই অধ্যায়ের পর তিনি প্রত্যাবর্তন করেছিলেন বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল)। সিলেট সিক্সার্সকে নেতৃত্ব দেওয়ার পাশাপাশি ব্যাট হাতেও ডেভিড ওয়ার্নার ছিলেন দুর্দান্ত। এবার সেই ফর্মই যেন তিনি টেনে নিয়ে গেলেন আইপিএলে। প্রথম ম্যাচেই কলকাতা নাইট রাইডার্সের (কেকেআর) বিপক্ষে ৮৫ রানের দারুন এক ইনিংস খেলে তিনি বুঝিয়ে দিলেন তাঁর মূল্য কত!

নতুন মৌসুমের শুরু থেকেই ওয়ার্নার আইপিএলে মাঠে নামতে পারবেন কি না, তা নিয়ে একটা অনিশ্চয়তা ছিলই৷ জল্পনার ইতি টেনেছিলেন সানরাইজার্স কোচ টম মুডি৷ কেকেআরের বিরুদ্ধে দ্বাদশ আইপিএলে অভিযান শুরুর আগে মুডি স্পষ্ট করে দিয়েছিলেন যে, ওয়ার্নারের মাঠে নামতে কোনো সমস্যা নেই।

নিষেধাজ্ঞা কাটিয়ে আইপিএলে নিজের দ্বিতীয় ইনিংসের শুরুতেই বিধ্বংসী ইনিংস খেলেন অসি ওপেনার৷ অধিনায়ক হিসাবে সানরাইজার্স হায়দরাবাদে যে প্রভাব রেখে গিয়েছিলেন ২০১৭ সালে, এক মৌসুমের ব্যবধান কাটিয়ে এবার নেতৃত্ব হাতছাড়া হলেও ব্যাটসম্যান হিসাবে শুরু করলেন ঠিক সেখান থেকেই৷

কেকেআরের বিরুদ্ধে হায়দরাবাদের ইনিংসের শুরু করতে নেমে ওয়ার্নার দুরন্ত ফিফটি করেন৷ বরং বলা ভালো যে নিশ্চিত সেঞ্চুরি হাতছাড়া করেন তিনি৷ ৫৩ বলে ৮৫ রানের ঝকঝকে ইনিংস খেলার পথে ওয়ার্নার নয়টি চার ও তিনটি ছক্কা মারেন৷

জনি বেয়ারস্টোর সঙ্গে ওপেনিং জুটিতে ১১৮ রান যোগ করেন ওয়ার্নার৷ রাসেলের বলে উথাপ্পার হাতে ধরা পড়ার আগে বিজয় শংকরের সঙ্গে জুটিতে যোগ করেন আরো ২৬ রান৷ আটটি চার ও একটি ছক্কার সাহায্যে ফিফটিতে পৌঁছাতে ওয়ার্নার খরচ করেন ৩১ বল৷

আন্তর্জাতিক ক্রিকেট থেকে নিষেধাজ্ঞার মাঝেই অস্ট্রেলিয়ার ক্লাব ক্রিকেট ছাড়াও কানাডা, ওয়েস্ট ইন্ডিজ ও বাংলাদেশ প্রিমিয়ার লিগে মাঠে নামেন ওয়ার্নার৷ আইপিএলের প্রথম ম্যাচেই ধ্বংসাত্মক দুর্দান্ত ফিফটি করে অস্ট্রেলিয়ার বিশ্বকাপ দলে সুযোগ পাওয়ার দাবি জোরাল করলেন ওয়ার্নার।

সোনালীনিউজ/আরআইবি/জেডআই

Wordbridge School
Link copied!