• ঢাকা
  • শনিবার, ২০ এপ্রিল, ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

বিভিন্ন দেশে ফেসবুক বন্ধ


বিজ্ঞান প্রযুক্তি ডেস্ক ফেব্রুয়ারি ২২, ২০১৯, ১০:২৯ পিএম
বিভিন্ন দেশে ফেসবুক বন্ধ

ঢাকা: বিশ্বের বিভিন্ন দেশে বন্ধ আছে জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক। ব্যবহারকারীদের অভিযোগের ভিত্তিতে এমনটি জানিয়েছে যুক্তরাজ্য-ভিত্তিক গণমাধ্যম ডেইলি মেইল অনলাইন।

বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টার দিকে এই সমস্যা শুরু হয়। যুক্তরাষ্ট্রের ব্যবহারকারীদের অভিযোগের ভিত্তিতে ডেইলি মেইল জানায়, ফেসবুকে কিছুই দেখা যাচ্ছে না। ফেসবুক খুলতে গেলে পুরো পেজটিই সম্পূর্ণ খালি দেখাচ্ছে।

অবশ্য কিছু ব্যবহারকারী বলছেন, তারা খালি পাচ্ছেন না। তবে ফেসবুক চালু করতেই আগের পেজ বা টাইমলাইন আসছে। কিছুতেই সেটা রিফ্রেশ হচ্ছে না। অর্থাৎ ফেসবুকে তারা নতুন কোনও স্টোরি পাচ্ছেন না।

তবে বিশ্বের বিভিন্ন দেশের গ্রাহকরা বলছেন, তারা কিছুতেই দেখতে পাচ্ছেন না ফেসবুক। পেজ খুলতে গেলে সেটা সম্পূর্ণ সাদা দেখাচ্ছে। এছাড়া কিছু ব্যবহারকারী ছবি দেখার ক্ষেত্রে সমস্যার কথা জানিয়েছেন।

যদিও এখনও পর্যন্ত এ বিষয়ে কিছুই জানায়নি ফেসবুক কর্তৃপক্ষ। তবে ধারণা করা হচ্ছে, প্রযুক্তিগত কোনও ত্রুটির কারণেই এমনটি হয়ে থাকতে পারে।

সোনালীনিউজ/এমএইচএম

Wordbridge School
Link copied!