• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

বিরাট ব্যর্থতায় প্রথম ম্যাচেই অস্ট্রেলিয়ার কাছে হারল ভারত


ক্রীড়া ডেস্ক নভেম্বর ২১, ২০১৮, ০৭:১২ পিএম
বিরাট ব্যর্থতায় প্রথম ম্যাচেই অস্ট্রেলিয়ার কাছে হারল ভারত

ঢাকা: পরাজয়ে শুরু হলো ভারতের অস্ট্রেলিয়া সফর। এই সফর প্রচুর কালি খরচ হচ্ছে সংবাদমাধ্যমে। আর সেই সফরই ভারত শুরু করল ৪ রানের হার দিয়ে। ব্রিসবেনের গাব্বায় সফরের প্রথম টি-টোয়েন্টি ম্যাচেই হারল বিরাট কোহলির দল।

কাজেই এল না শিখর ধাওয়ানের ৭৬ রানের ইনিংস। বিফলে গেল দীনেশ কার্তিকের লড়াইও। ১৭৪ রানের লক্ষ্যমাত্রায় পৌঁছাতে গিয়ে ১৬৯ রানেই থামতে হলো ভারতকে।

এদিন টসে জিতে প্রথম বোলিং করার সিদ্ধান্ত নিয়েছিলেন ভারত অধিনায়ক। পরিকল্পনা মতো শুরু করলেও মাঝ পথে ভারতীয় বোলারদের বেগ পেতে হয় গ্লেন ম্যাক্সওয়েলের কাছে। তাঁর বিধ্বংসী ইনিংসের (২৪ বলে ৪৬ রান) সৌজন্যে ভারতের সামনে দেড়শ রানের উপরে লক্ষ্যমাত্রা রাখে অস্ট্রেলিয়া। মিডল অর্ডারে ম্যাক্সওয়েলকে যোগ্য সঙ্গ দেন মার্কস স্টইনিসও। ১৯ বলে ৩৩ রানের ইনিংস খেলেন এই  অল রাউন্ডার।

ফলে ভুবনেশ্বর, বুমরাহদের বিরুদ্ধে ১৭ ওভারেই ১৫৮ রান তুলে ফেলে অস্ট্রেলিয়া। বৃষ্টির কারণে ম্যাচের দৈর্ঘ্য ১৭ ওভারে নেমে আসে। এরপর ডাকওয়ার্থ লুইস পদ্ধতিতে ভারতের লক্ষ্য দাঁড়ায় ১৭৪ রান।

১৭ ওভারে ১০-এর ওপর রানরেট তাড়া করতে নেমে শুরুটা একেবারেই ভালো হয়নি ভারতের। শুরুর দিকে রোহিতকে (৭) ফিরিয়ে ওপেনিং জুটি ভেঙে দেন জেসন বেহরনডর্ফ। অল্প রানেই ফেরেন লোকেশ রাহুল (১৩) ও অধিনায়ক কোহলি (৪)।

তবে ভারতীয় স্কোরকার্ড এগিয়ে নিয়ে যান শিখর ধাওয়ান। ৪২ বলে ৭৬ রানের ইনিংস খেলেন তিনি। ধাওয়ান ফিরতেই ভারতীয় ব্যাটিংয়ের হাল ধরেন দীনেশ কার্তিক এবং ঋষভ পন্থ। শেষ ওভার পর্যন্ত ক্রিজে থাকলেও শেষ পর্যন্ত কাজে আসেনি কার্তিকের ১৩ বলে ৩০ রানের ইনিংস। নির্ধারিত ১৭ ওভারে ১৬৯ রানেই থামে ভারতীয় ইনিংস।

সোনালীনিউজ/আরআইবি/এমএইচএম

Wordbridge School
Link copied!