• ঢাকা
  • শনিবার, ২০ এপ্রিল, ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

বিশাল তেলসমৃদ্ধ খনি আবিষ্কার করলো ইরান


আন্তর্জাতিক ডেস্ক নভেম্বর ১১, ২০১৯, ১২:৫০ পিএম
বিশাল তেলসমৃদ্ধ খনি আবিষ্কার করলো ইরান

ঢাকা : ইরানের প্রেসিডেন্ট ড. হাসান রুহানি জানিয়েছেন, তাঁর দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের খুজেস্তান প্রদেশে আরো ৫,৩০০ কোটি ব্যারেল তেলসমৃদ্ধ একটি খনি আবিষ্কার করেছে।

রোববার (১০) ইরানের মধ্যাঞ্চলীয় একটি শহরে বিশাল এক সমাবেশে বক্তৃতা দেওয়ার সময় প্রেসিডেন্ট রুহানি এ ঘোষণা দেন। তিনি বলেন, ‘মার্কিন শত্রুতার সত্ত্বেও আমরা এই আবিষ্কার করতে সক্ষম হলাম।’

প্রেসিডেন্ট রুহানি বলেন, নতুন এ খনি এতটাই বিশাল যে বোস্তান থেকে শুরু করে উমিদেহ পর্যন্ত ২,৪০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে এর অবস্থান। এ খনি ভূগর্ভের ৮০ মিটার গভীর পর্যন্ত বিস্তৃত।

রুহানি বলেন, ‘আজ আমরা আমেরিকাকে লক্ষ্য করে ঘোষণা করছি যে, আপনাদের শত্রুতা ও বর্বর নিষেধাজ্ঞা সত্ত্বেও আমরা একটি ধনী দেশ। ইরানের তেল শিল্পের কর্মী ও ইঞ্জিনিয়াররা নতুন এ বিশাল খনি আবিষ্কার করতে সক্ষম হয়েছেন।’

 সোনালীনিউজ/এএস

Wordbridge School
Link copied!