• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৮ মার্চ, ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

বিশ্ব ইজতেমা স্থগিত নয়, পরে তারিখ ঘোষণা হবে


নিজস্ব প্রতিবেদক নভেম্বর ১৬, ২০১৮, ১০:২১ পিএম
বিশ্ব ইজতেমা স্থগিত নয়, পরে তারিখ ঘোষণা হবে

ফাইল ফটো

ঢাকা: বিশ্ব ইজতেমা স্থগিত নয়, নির্বাচন কমিশনের (ইসি) পরামর্শক্রমে পরে তারিখ ঘোষণা করা হবে বলে জানিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

শুক্রবার (১৬ নভেম্বর) মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।

আসন্ন বিশ্ব ইজতেমা স্থগিত করা হয়েছে, এমন খবর বৃহস্পতিবার (১৫ নভেম্বর) গণমাধ্যমে প্রকাশের পর এই বিবৃতি দিল স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

বিবৃতিতে বলা হয়েছে, বৃহস্পতিবার (১৫ নভেম্বর) থেকে বিভিন্ন সংবাদমাধ্যমে বিশ্ব ইজতেমা নিয়ে বিভিন্ন ধরনের সংবাদ প্রকাশিত হচ্ছে। সঠিক সিদ্ধান্ত হলো, বিশ্ব ইজতেমা স্থগিত হয়নি, তাবলিগ জামাতের দুই পক্ষের সমঝোতার ভিত্তিতে এবং বাংলাদেশ নির্বাচন কমিশনের পরামর্শক্রমে পরবর্তী সময় বিশ্ব ইজতেমার তারিখ ঘোষণা করা হবে।

বিবৃতিতে আরো বলা হয়, আসন্ন বিশ্ব ইজতেমার সার্বিক নিরাপত্তা ও তাবলিগ জামাতের বিবদমান দুই পক্ষের মধ্যে সমঝোতার লক্ষ্যে বৃহস্পতিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় তাবলিগ জমাতের কেন্দ্রীয় শুরা সদস্য দিল্লির মাওলানা মোহাম্মদ সাদ কান্ধলভির বিষয়ে দুই পক্ষের মধ্যে সমঝোতার লক্ষ্যে ছয় সদস্যের একটি প্রতিনিধিদল শিগগিরই ভারতের দেওবন্দে যাওয়ার সিদ্ধান্ত হয়।

প্রতিনিধিদল ভারতের দেওবন্দ থেকে এসে উভয় পক্ষের সমঝোতার মাধ্যমে এবং বাংলাদেশ নির্বাচন কমিশনের পরামর্শক্রমে ১১তম জাতীয় সংসদ নির্বাচনের সময়ের সঙ্গে সমন্বয় করে বিশ্ব ইজতেমার তারিখ নির্ধারণ করা হবে।

উল্লেখ্য, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের সভাপতিত্বে বৃহস্পতিবার বৃহস্পতিবার (১৫ নভেম্বর) অনুষ্ঠিত সভায় তাবলিগ জামাতের বিবদমান দুই পক্ষ ছাড়াও পুলিশের আইজি, ধর্মসচিবসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। সেই সভার সিদ্ধান্তের বরাত দিয়ে আসন্ন বিশ্ব ইজতেমা স্থগিতের খবর প্রকাশ করে দেশের গণমাধ্যমগুলো।

সোনালীনিউজ/এমএইচএম

Wordbridge School
Link copied!