• ঢাকা
  • শনিবার, ২০ এপ্রিল, ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

বিশ্বকাপ খেলতে ইংল্যান্ডে উড়াল দিলেন মাশরাফি


ক্রীড়া প্রতিবেদক মে ২২, ২০১৯, ০৬:১০ পিএম
বিশ্বকাপ খেলতে ইংল্যান্ডে উড়াল দিলেন মাশরাফি

ছবি সংগৃহীত

ঢাকা: আয়ারল্যান্ডে প্রথমবার ত্রিদেশীয় সিরিজ জিতে ফুরফুরে মেজাজ নিয়ে আগেই বিশ্বকাপের দেশ ইংল্যান্ডে পৌঁছেছে সাকিব-মুশফিকসহ ১৩ ক্রিকেটার। তবে ছুটি কাটাতে দেশে ফিরেছিলেন মাশরাফি বিন মুর্তাজা। কয়েক দিন ছুটি কাটিয়ে লন্ডনের উদ্দেশ্যে উড়াল দিলেন বাংলাদেশ অধিনায়ক। বুধবার (২২ মে) সকালে দেশ ছেড়েছেন ম্যাশ।  

মাশরাফি প্রথমে লন্ডনে যাবেন। সেখানে দশ দলের অধিনায়কদের নিয়ে আইসিসি একটি ইভেন্ট আয়োজন করেছে। সেটাতে যোগ দিবেন। এরপর যাবেন কার্ডিফে। যেখানে ২৬ ও ২৮ মে বাংলাদেশ ভারত ও পাকিস্তানের বিপক্ষে বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচ খেলবে।

দেশ ছাড়ার আগে বিশ্বকাপের জন্য তাই সবার কাছে দোয়া চেয়েছেন নড়াইল এক্সপ্রেস মাশরাফি। তিনি বলেন, ‘ত্রিদেশীয় সিরিজ জিতে দলের সবাই বেশ আত্মবিশ্বাসী। আপনারা দোয়া করবেন বাংলাদেশ দলের জন্য, যা তে আমরা ভালো করতে পারি।’

নড়াইল এক্সপ্রেস বলেন, টুর্নামেন্টে ভালো শুরু পেলে দুর্দান্ত কিছু করা সম্ভব। তাই আসরের শুরুতেই মোমেন্টামটা দরকার। এ মুহূর্তে ছেলেরা আত্মবিশ্বাসী। সবাই ভালো আছে এবং শতভাগ দিতে প্রস্তুত।

ছুটিতে থাকা তামিম ইকবালও আজ দুবাই থেকে লন্ডন যাচ্ছেন। পরিবারের সঙ্গে সময় কাটিয়ে সেখানে যাচ্ছেন তিনি। মাশরাফি ও তামিম ছাড়া বিশ্বকাপ স্কোয়াডের বাকি ১৩ জনই একসঙ্গে আছেন। ডাবলিন থেকে লন্ডন হয়ে লেস্টারে গেছেন তারা। সেখানে বিরতি দিয়ে তিন দিন অনুশীলন করেছেন সাকিব-মুশফিকরা। এবার তাদের সঙ্গে যোগ দিচ্ছেন মাশরাফি ও তামিম। এর পরই শুরু হবে টাইগারদের বিশ্বকাপ অভিযান।

২৬ ও ২৮ মে কার্ডিফে ভারত ও পাকিস্তানের বিপক্ষে প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ। ২৯ মে সেখান থেকে ফের লন্ডনে ফিরবেন মাশরাফি বাহিনী। আগামী ৩০ মে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলসে গড়াবে বিশ্বকাপের দ্বাদশ আসর। ২ জুন নিজেদের প্রথম ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ।

সোনালীনিউজ/ঢাকা/জেডআই

Wordbridge School
Link copied!