• ঢাকা
  • শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

বিশ্বকাপ জয়ী অধিনায়ক এখন ক্যান্সারে আক্রান্ত


ক্রীড়া ডেস্ক সেপ্টেম্বর ৯, ২০১৯, ০৩:৫৭ পিএম
বিশ্বকাপ জয়ী অধিনায়ক এখন ক্যান্সারে আক্রান্ত

ঢাকা : অস্ট্রেলিয়ার সাবেক বিশ্বকাপ জয়ী অধিনায়ক মাইকেল ক্লার্ক। তার নেতৃত্বে ২০১৫ বিশ্বকাপে চ্যাম্পিয়ন হয় ওই আসরের স্বাগতিকরা। কিন্তু সম্প্রতি তিনি ত্বকের ক্যান্সারে আক্রান্ত হয়েছেন। ক্যান্সারের কারণে বিভিন্ন সময়ে তার ত্বকের আক্রান্ত অংশ কেটে ফেলতে হয়। 

আর এরই অংশ হিসেবে গত সপ্তাহে কেটে ফেলতে হয় তার কপালের ত্বকের একটা অংশ। তার একটি ছবি সামাজিক যোগযোগ মাধ্যম ইনস্টাগ্রাম নিজেই পোষ্ট করেন ক্লার্ক। কেবল ছবি পোষ্টই নয়, সেখানে তরুণদের উদ্দেশ্যে একটি ক্যাপশনও লিখেছেন সাবেক এই অজি অধিনায়ক। 

 সাবেক এই অজি অধিনায়ক লিখেন,  ‘আরেকটি দিন, মুখমন্ডল থেকে স্কিন ক্যানসার সরানোর আরেক দিন। তরুণরা, তোমরা যখন বাইরে বের হবে, নিশ্চিত হয়ে নেবে যেন সূর্য থেকে সঠিক সুরক্ষায় থাকতে পারো।’

গত ২০০৬ সালে প্রথমবারের মতো ক্লার্কের স্কিন ক্যানসার ধরা পড়ে। এরপর থেকে নিয়মিতই চিকিৎসা নিতে হচ্ছে তাকে। দীর্ঘ সময় রোদে থাকা মানুষেরা সাধারণত এই রোগে আক্রান্ত হন। ক্রিকেটারদের দিনের প্রায় পুরোটা সময়ই থাকতে হয় রোদের মধ্যে। বাড়তি সুরক্ষা না নিয়ে রোদে থাকলে এই রকম রোগে আক্রান্ত হওয়ার ঝুঁকি বেড়ে যায়। 

ক্লার্ক জানিয়েছেন, প্রতি ছয় থেকে বার মাসের মধ্যে তাকে রুটিন চেকআপ করাতে হয়।

সোনালীনিউজ/এমএএইচ

Wordbridge School
Link copied!