• ঢাকা
  • শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

বিশ্বকাপজুড়ে বউ রাখায় বিপাকে ভারতের সিনিয়র ক্রিকেটার


ক্রীড়া ডেস্ক জুলাই ২১, ২০১৯, ০৩:১৩ পিএম
বিশ্বকাপজুড়ে বউ রাখায় বিপাকে ভারতের সিনিয়র ক্রিকেটার

ঢাকা : বিশ্বকাপে সেমিফাইনাল থেকেই বিদায় নিয়েছে ভারত। তারপর থেকেই বিরাট কোহলির দলকে নিয়ে ব্যাপক সমালোচনা হচ্ছে। কারণ বিশ্বকাপে দুর্দান্ত খেলা দলটি অপেক্ষাকৃত দূর্বল নিউজিল্যান্ডের কাছে হেরেছে। এই সমালোচনার মাঝে এবার নতুন বিষয় সামনে এল। ভারতের এক সিনিয়র ক্রিকেটারের নামে বিসিসিআই-এর পরিবার বিষয়ক নিয়ম ভাঙার অভিযোগ উঠেছে।

বিসিসিআইয়ের নিয়ম অনুযায়ী, বিশ্বকাপের সময় একজন ক্রিকেটারের স্ত্রী তাঁর সঙ্গে ১৫ দিনের বেশি থাকতে পারতেন না। কিন্তু সেই অভিযুক্ত ক্রিকেটারের স্ত্রী ভারতের পুরো বিশ্বকাপ সফরেই সঙ্গী হয়েছিলেন।

জানা গেছে, এই ক্রিকেটার বিশ্বকাপ শুরুর আগে বিসিসিআই-এর কাছে আবেদন করেন তাঁর স্ত্রী-কে পুরো বিশ্বকাপ সঙ্গে রাখার দাবিতে। কিন্তু সেই দাবি নাকচ করে দেয় ভারতীয় বোর্ড। তবুও সেই ক্রিকেটার বোর্ডকে অগ্রাহ্য করে তাঁর স্ত্রীকে পুরো বিশ্বকাপেই সঙ্গে রাখেন। এর জন্য তিনি কারও কাছে কোনো অনুমতি নেননি।

যদিও এই ঘটনাটি এখনও কমিটি অব অ্যাডমিনিস্ট্রেটর (সিওএ)-এর কাছে লিখিত ভাবে জানানো হয়নি। পাশাপাশি এই প্রশ্ন উঠছে যে, দলের অ্যাডমিনিস্ট্রেটিভ ম্যানেজার সুনীল সুব্রহ্মণ্যম কেন কোনও পদক্ষেপ নিলেন না।

সোনালীনিউজ/আরআইবি/এমটিআই

Wordbridge School
Link copied!