• ঢাকা
  • শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

বিশ্বকাপে এই কীর্তি গড়লেন সাকিব


ক্রীড়া প্রতিবেদক জুন ২৪, ২০১৯, ০৬:০৯ পিএম
বিশ্বকাপে এই কীর্তি গড়লেন সাকিব

ছবি সংগৃহীত

ঢাকা: প্রথম বাংলাদেশি হিসেবে বিশ্বকাপে অনন্য এক কীর্তি গড়লেন সাকিব আল হাসান। সোমবার (২৪ জুন) বাংলাদেশ সময় বিকাল সাড়ে ৩টায় সাউদাম্পটনের রোজ বৌলে নিজেদের সপ্তম ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে এক হাজার রানের মাইলফলক স্পর্শ করেন বিশ্বসেরা এই অলরাউন্ডার।

এবারের বিশ্বকাপে দারুণ ছন্দে আছেন সাকিব। আজই বিশ্বকাপে নিজের তৃতীয় ফিফটি বুঝে নিয়েছে। ইংল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুটি সেঞ্চুরি করেছেন তিনি। টুর্নামেন্টে সর্বোচ্চ রানও এখন তার। সাকিবের বহু অর্জনের মুকুটে আজ যোগ হলো আরেকটি পালক।

হাফসেঞ্চুরির একটু পরেই অবশ্য সাজঘরে ফিরেছেন সাকিব। মুজিবের একটি ভেতরে ঢোকা বলে ৫১ রানে এলবিডব্লু  হয়েছেন সাকিব। ১৪৩ রানে তৃতীয় উইকেট হারিয়েছে বাংলাদেশ।  

বিশ্বকাপে সবচেয়ে বেশি রান শচীন টেন্ডুলকারের। ভারতের কিংবদন্তি ব্যাটসম্যান ক্রিকেটের সেরা আসরে করেছেন ২ হাজার ২৭৮ রান। ১ হাজার ৭৪৩ রান নিয়ে দ্বিতীয় স্থানে অস্ট্রেলিয়ান গ্রেট রিকি পন্টিং। ১৬তম ব্যাটসম্যান হিসেবে হাজার রানের মাইলফলক স্পর্শ করলেন সাকিব।   

সোনালীনিউজ/ঢাকা/জেডআই

Wordbridge School
Link copied!