• ঢাকা
  • শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

বিশ্বকাপে বাংলাদেশ দল ঘোষণা ১৮ এপ্রিল


ক্রীড়া প্রতিবেদক মার্চ ২১, ২০১৯, ০৪:০৪ পিএম
বিশ্বকাপে বাংলাদেশ দল ঘোষণা ১৮ এপ্রিল

ফাইল ছবি

ঢাকা: নিজস্ব গতিতে প্রতিনিয়ত ঘুরছে ঘড়ির কাটা। সেকেন্ড থেকে মিনিট, মিনিট থেকে ঘন্টা। এভাবে ক্রমাগত ঘড়ির কাটার সাথে তাল মিলিয়ে পার হয় দিন, মাস আর বছর। সময়ের সঙ্গে পাল্লা দিয়ে চলছে ইংল্যান্ড বিশ্বকাপের ক্ষণ গনণা। সেই হিসাবে আর মাত্র ৬৯ দিন পর শুরু হচ্ছে বিশ্ব ক্রিকেটের শ্রেষ্ঠত্বের লড়াই। ৩০ মে লন্ডনের দ্যা ওভালে আয়োজক ইংল্যান্ড বনাম দক্ষিণ আফ্রিকার মধ্যেকার ম্যাচ দিয়ে পর্দা উঠবে ক্রিকেটের সবচেয়ে জনপ্রিয় আসরটির। সেই দিকে লক্ষ্য রেখেই ১৮ এপ্রিল টাইগারদের বিশ্বকাপ স্কোয়ার্ড ঘোষণা করবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।  

যদিও আগামী ১৫ এপ্রিলের মধ্যে বিশ্বকাপের দল ঘোষণার সময় বেঁধে দিয়েছিল আইসিসি। শেষ দিন চূড়ান্ত দল ঘোষণা করার কথা জানিয়েছিলেন প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু। বাংলা নর্ববর্ষের কারণে চূড়ান্ত দল ঘোষণার তারিখ পরিবর্তন করা হয়েছে জানিয়ে জাতীয় দলের প্রধান নির্বাচক বলেন, ‘আমরা চেয়েছিলাম ১৪-১৫ এপ্রিলের মধ্যেই দল চূড়ান্ত করে ফেলতে। তবে যেহেতু বাংলা নর্ববর্ষের জন্য ১৪-১৫ এপ্রিল সবাই ব্যস্ত থাকবে। ছুটির আমেজও থাকবে। তাই আমরা ক’দিন পিছিয়ে ১৮ এপ্রিলের মধ্যে বিশ্বকাপ স্কোয়াড ঘোষণার সিদ্ধান্ত নিয়েছি।’

মিনহাজুল আবেদীন আরও বলেন, ‘২২ এপ্রিল থেকে শুরু হবে আনুষ্ঠানিক প্রস্তুতি। তাই কদিন আগেই দল চূড়ান্ত ও ঘোষণার কাজ সেরে ফেলতে চাই আমরা।’

এদিকে ২২ এপ্রিল থেকে হোম অব ক্রিকেট শেরে বাংলা স্টেডিয়ামে অনুশীলন শুরু হলেও সেটা খুব বেশী দিন চলবে না। বিশ্বকাপের আগে মূল দল ঘরের মাঠে সপ্তাহ খানেক অনুশীলন করবে। তারপর ইউরোপে পাড়ি জমাবে মাশরাফি বাহিনী। ৫ থেকে ১৭ মে পর্যন্ত আয়ারল্যান্ডে টাইগাররা খেলবে ত্রিদেশীয় সিরিজ। স্বাগতিক দলের সঙ্গে আরেক প্রতিপক্ষ ওয়েস্ট ইন্ডিজ। ত্রিদেশীয় সিরিজ শেষেই বাংলাদেশের বিশ্বকাপ মিশন শুরু। ২ জুন ক্রিকেট পরাশক্তি দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে অভিযান।

 ত্রিদেশীয় সিরিজ খেলতে ১ মে আয়ারল্যান্ডের উদ্দেশ্যে দেশ ছাড়বে বাংলাদেশ দল।

সোনালীনিউজ/ঢাকা/জেডআই

Wordbridge School
Link copied!