• ঢাকা
  • মঙ্গলবার, ২৩ এপ্রিল, ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

বিশ্বকাপের আগে পাকিস্তানকে দুঃসংবাদ দিলেন শাদাব


ক্রীড়া ডেস্ক এপ্রিল ২১, ২০১৯, ০২:০২ পিএম
বিশ্বকাপের আগে পাকিস্তানকে দুঃসংবাদ দিলেন শাদাব

ঢাকা : বিশ্বকাপের জন্য ১৫ জনের দল ঘোষণা করেছে পাকিস্তান। দলটি প্রধানমন্ত্রী ইমরান খানের বাসভবনেও গিয়েছিল তাঁর পরামর্শ নিতে। কিন্তু কে জানত, এই ১৫ জনের মধ্যে একজন বিশ্বকাপ শুরুর আগেই ছিটকে যাবেন? বিশ্বকাপের আগে ইংল্যান্ড সফরে দলের মূল স্পিন ভরসাকেই পাচ্ছে না পাকিস্তান। অসুস্থ হয়ে দল থেকে ছিটকে গেছেন লেগ স্পিনার শাদাব খান।

বিশ্বকাপের আগে ইংল্যান্ড সফরটা ছোটখাটো একটা পরীক্ষা বলেই মানছে পাকিস্তান। বিশ্বকাপের আগে আরেকবার সুযোগ দিতে মোহাম্মদ আমিরকে সে সফরে নেওয়া হয়েছে এ কারণেই। ৫ থেকে ১৯ মের এই সফরের পরিকল্পনায় এখন পেস নয় স্পিন নিয়েই ভাবতে হবে পাকিস্তানকে। ভাইরাস সংক্রমণের কারণে এখন চিকিৎসা নিয়েই ব্যস্ত থাকতে হবে শাদাবকে। একটি টি-টোয়েন্টি ও পাঁচটি ওয়ানডের জন্য পাকিস্তান দলে যে আর কোনও পরিপূর্ণ স্পিনার নেই।

বিশ্বকাপের আগে শাদাবকে ফিরে পেতে এখনই ইংল্যান্ডের বিশেষজ্ঞ চিকিৎসকদের সঙ্গে যোগাযোগ শুরু করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। ৩১ মে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বিশ্বকাপ শুরু হবে পাকিস্তানের। তাঁর আগে দল পরিবর্তনের শেষ সময় ২৩ মে।

সোনালীনিউজ/আরআইবি/এমটিআই

Wordbridge School
Link copied!