• ঢাকা
  • শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

বিশ্বকাপের আগে সরফরাজদের ডেকে কী পরামর্শ দিলেন ইমরান খান?


ক্রীড়া ডেস্ক এপ্রিল ২০, ২০১৯, ০১:৪৫ পিএম
বিশ্বকাপের আগে সরফরাজদের ডেকে কী পরামর্শ দিলেন ইমরান খান?

ঢাকা: পাকিস্তান ১৫ জনের বিশ্বকাপ দল ঘোষণা করেছে। সেই দলকে নিজ বাসভবনে ডেকে পরামর্শ দিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ও সাবেক অধিনায়ক ইমরান খান। ১৯৯২-এর বিশ্বকাপে তাঁর হাত ধরেই চ্যাম্পিয়ন হয়েছিল পাকিস্তান।

অধিনায়ক সরফরাজকে উদ্দেশ্য করে ইমরান বলেন, ‘তুমি এই দলের নেতা। বাকি ক্রিকেটাররা তোমার দিকে তাকিয়ে আছে। যখন একজন নেতা পারফর্ম করে এবং দলের প্রতি দায়বদ্ধতা দেখায়, তখন বাকিরাও সেটা অনুসরণ করে।’

প্রধানমন্ত্রীর বাসভবনে উপস্থিত ছিলেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান এহসান মানি, প্রধান নির্বাচক তথা সাবেক অধিনায়ক  ইনজামাম-উল-হক।

ইমরান বলেছেন, ‘চ্যাম্পিয়ন দল মাঠে নামে আবেগ এবং সঠিক পরিকল্পনা নিয়ে। দলগত সংহতি ম্যাচ জয়ের প্রধান হাতিয়ার।’ তিনি আরও যোগ করেছেন, ‘তোমরা তোমাদের দক্ষতা, খেলোয়াড়সুলভ মনোভাব এবং শিষ্টাচারের মাধ্যমেই ফের দেশকে গর্বিত করতে পারো।’

বিশ্বকাপে দেশকে প্রতিনিধিত্ব করা যে কতটা সম্মানের সেটাও মনে করিয়ে দেন ইমরান,‘ আন্তর্জাতিক মঞ্চে দেশের হয়ে প্রতিনিধিত্ব করা অত্যন্ত সম্মানের। সমগ্র দেশ তোমাদের জন্য প্রার্থনা করবে এবং তাদের চোখ থাকবে তোমাদের উপরেই। তাদের আশা-নিরাশাও তোমাদের ঘিরেই আবর্তিত হবে।’

পাকিস্তানের বিশ্বকাপ দল: সরফরাজ আহমেদ(অধিনায়ক ও উইকেটরক্ষক), আবিদ আলি, বাবর আজম, ফাহিম আশরাফ, ফখর জামান, হারিস সোহেল, হাসান আলি,ইমাদ ওয়াসিম, ইমাম-উল-হক,জুনাইদ খান, মোহাম্মদ হাফিজ, মোহাম্মদ হাসনাইন, শাদাব খান,শাহিন আফ্রিদি ও শোয়েব মালিক।

সোনালীনিউজ/আরআইবি/এমটিআই

Wordbridge School
Link copied!