• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

বিশ্বকাপের হিরো হওয়ার চেষ্টা করবেন মিরাজ


ক্রীড়া প্রতিবেদক এপ্রিল ২০, ২০১৯, ০৯:০৮ পিএম
বিশ্বকাপের হিরো হওয়ার চেষ্টা করবেন মিরাজ

ফাইল ছবি

ঢাকা: সবে বিয়ে করেছেন। একটা ঘোরের মধ্যে দিয়ে যাচ্ছেন মেহেদি হাসান মিরাজ। সামনে যে আরও বড় ঘোর অপেক্ষা করছে তাঁর জন্য। বিশ্বকাপ। বয়সভিত্তিক দলের হয়ে দুটি বিশ্বকাপ খেললেও বড় বিশ্বকাপের মঞ্চে কখনও যাওয়া হয়নি। এবারই প্রথম যাচ্ছেন মিরাজ। তাঁর প্রথমের সঙ্গী হিসেবে রয়েছেন মোস্তাফিজুর রহমান, লিটন দাস, মোসাদ্দেক হোসেন, মোহাম্মদ মিঠুন, মোহাম্মদ সাইফউদ্দিন, আবু জায়েদরা।

মিরাজ বিশ্বকাপ খেলার স্বপ্ন দেখেছেন বয়সভিত্তিক ক্রিকেট খেলার সময় থেকেই। তাঁর নেতৃত্বে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ খেলেছে দুবার। এবার আসল বিশ্বকাপ খেলতে যাওয়ার আগে অন্যরকম রোমাঞ্চ ধরা পড়ল মিরাজের কন্ঠে, ‘২০১৫ বিশ্বকাপ যখন হচ্ছিল, তখন অনূর্ধ্ব-১৯ ক্রিকেটে আমাদের একটা সিরিজ ছিল। ওই সিরিজ খেলার সময়ই ভাবছিলাম, আহ, যদি একদিন খেলতে পারতাম বিশ্বকাপ। ৪ বছরের মধ্যে পূরণ হয়ে গেল স্বপ্নটা। অবশ্যই অন্য রকম ভালো লাগা কাজ করছে।’

স্বপ্নপূরণের ব্যাপার তো থাকছেই। একই সঙ্গে বিশ্বকাপের মঞ্চে দাগ কাটার মতো কিছু করে দেখাতে হবে। ইংলিশ কণ্ডিশনে অফ স্পিন বা শেষের দিকে ব্যাটিংয়ে কিছু করে দেখানোটা অত সহজ নয়। সেদিক থেকে মিরাজের জন্য চ্যালেঞ্জই অপেক্ষা করছে। তিনি বলছেন,‘এ ধরনের টুর্নামেন্টে বোলার, বিশেষ করে স্পিনারদের দাপট দেখানো কঠিন। ওখানে হাই স্কোরিং উইকেট থাকে। তবে কাজ যত কঠিন, সেখানে সফল হলেও তৃপ্তিও বেশি থাকে। আমি সর্বোচ্চই চেষ্টা করব।’

ব্যাটিং অর্ডারে নিচে নামতে হবে মিরাজকে। তাই ইচ্ছা থাকলেও কিছু করে দেখানো কঠিন। তারপরও মিরাজ মনে করছেন এখানেও কিছু করে দেখানোর আছে,‘ দল আমার কাছে শেষ দিকে ২৫-৩০টি রান প্রত্যাশা করে। এখানে কিন্তু হিরো হওয়ার সম্ভাবনা থাকে। ধরুন, ৬-৭ উইকেট পড়ে গেছে, ৬০ বলে দরকার ৬০ বা ৪০ বলে ৫০, তখন যদি ভালো করতে পারি, হিরো হয়ে যাওয়ার সুযোগ থাকে! চেষ্টা করব সুযোগ কাজে লাগাতে।’

সোনালীনিউজ/আরআইবি/জেডআই

Wordbridge School
Link copied!