• ঢাকা
  • শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

বিশ্বব্যাপী ২ দিন বন্ধ থাকতে পারে ইন্টারনেট সংযোগ!


আন্তর্জাতিক ডেস্ক অক্টোবর ১২, ২০১৮, ০৪:৫৬ পিএম
বিশ্বব্যাপী ২ দিন বন্ধ থাকতে পারে ইন্টারনেট সংযোগ!

ঢাকা: বিশ্বজুড়ে ইন্টারনেট ব্যবহারকারীরা ভয়াবহ অভিজ্ঞতার সম্মুখীন হতে যাচ্ছেন। নিয়মিত রক্ষণাবেক্ষণের অংশ হিসেবে ৪৮ ঘণ্টা বন্ধ থাকতে পারে ইন্টারনেটের মূল ডোমেইন সার্ভারগুলো। রাশিয়া টুডের বরাত দিয়ে ইকোনোমিক টাইমস জানিয়েছে, প্রধান ডোমেইন সার্ভারের রক্ষণাবেক্ষণের কারণে এই সমস্যা হতে পারে।

রাশিয়া টুডে বলছে, নিয়মিত রক্ষণাবেক্ষণ কাজের অংশ হিসেবে ডোমেইন সার্ভার এবং এ সম্পর্কিত রক্ষণাবেক্ষণ কাজের প্রস্তুতি নিচ্ছে ইন্টারনেট করপোরেশন ফর অ্যাসাইন্ড নেমস অ্যান্ড নাম্বারস (আইকান)। ফলে বিশ্বজুড়ে ইন্টারনেট সংযোগ ব্যবস্থায় ধস নামতে পারে।

জানা গেছে, আইকান এবার ক্রিপ্টোগ্রাফিক কি-তে (এক ধরনের সংকেতলিপি) পরিবর্তন নিয়ে আসবে। এটা ইন্টারনেট অ্যাড্রেস বুক বা ডোমেইন নেম সিস্টেমের (ডিএনএস) সুরক্ষা নিশ্চিত করবে। বিশ্লেষকরা বলছেন, সাইবার অ্যাটাক ঠেকাতে ক্রিপ্টোগ্রাফিক কি পরিবর্তন একটি প্রয়োজনীয় পদক্ষেপ।

এ সম্পর্কে কমিউনিকেশন রেগুলেটরি অথরিটি এক বিবৃতিতে জানায়, স্বাভাবিক, সুরক্ষিত এবং স্থায়ী ডোমেইন নেম সিস্টেমের জন্য বৈশ্বিক ইন্টারনেট সংযোগ নিদির্ষ্ট সময়ের জন্য বন্ধ হওয়ার প্রয়োজন রয়েছে।

বিবৃতিতে আরও বলা হয়, এই পরিবর্তনের জন্য নেটওয়ার্ক অপারেটররা প্রস্তুত না থাকলে তাদের গ্রাহকরা সমস্যায় পড়তে পারেন। যথাযথ সিস্টেম সিকিউরিটি এক্সটেনশন চালু করে এই সমস্যার সমাধান করা যাবে।

রক্ষণাবেক্ষণ কাজের জন্য আগামী ৪৮ ঘন্টা ইন্টারনেট ব্যবহারে সমস্যা দেখা দিতে পারে। পাশাপাশি এই সময়ের মধ্যে অর্থ আদান-প্রদানে সমস্যা হবে।

সোনালীনিউজ/এমএইচএম

Wordbridge School
Link copied!