• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৮ মার্চ, ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

বিশ্বে করোনায় মৃত্যু ৬ লাখ ৯৯ হাজার


আন্তর্জাতিক ডেস্ক আগস্ট ৫, ২০২০, ১১:২০ এএম
বিশ্বে করোনায় মৃত্যু ৬ লাখ ৯৯ হাজার

ঢাকা: মহামারি নভেল করোনাভাইরাসে (কোভিড-১৯) সারাবিশ্বে আক্রান্তের সংখ্যা ১ কোটি ৮৪ লাখ ছাড়িয়ে গেছে। আর এ ভাইরাসে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা বেড়ে ৭ লাখের কাছাকাছি দাঁড়িয়েছে।

করোনার সার্বক্ষণিক তথ্য রাখা, জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের তথ্য অনুসারে বুধবার সকাল সাড়ে আটটা পর্যন্ত ভাইরাসটিতে আক্রান্তের সংখ্যা ১ কোটি ৮৪ লাখ ৬৬ হাজার ৫৯৪ জন। এতে মারা গেছেন ৬ লাখ ৯৯ হাজার ১৩৪ জন। আর এ ভাইরাসে আক্রান্ত হয়ে সুস্থ্য হয়ে উঠেছেন ১ কোটি ১০ লাখ ৫৮ হাজার ৩১৭ জন।

আমেরিকার দুই মহাদেশ ও দক্ষিণ এশিয়ায় সংক্রমণ দ্রুত বাড়ছে। আশার কথা হচ্ছে, এ ভাইরাসে আক্রান্ত হওয়ার পর সুস্থতার হার দ্রুত বাড়ছে। অন্যদিকে আক্রান্তের সংখ্যার সঙ্গে পাল্লা দেয়নি মৃত্যুহার। প্রাণহানিও স্থিতিশীল রয়েছে।

করোনাভাইরাসে সবচেয়ে বেশি সংক্রমণ ও মৃত্যু ঘটেছে যুক্তরাষ্ট্রে। দেশটিতে বুধবার সকাল পর্যন্ত আক্রান্তের সংখ্যা ৪৭ লাখ ৬৮ হাজার ৮২৮ জন। আর মৃত্যু হয়েছে ১ লাখ ৫৬ হাজার ৭৭১ জন মানুষের। দেশটিতে এখন পর্যন্ত সুস্থ্য হয়েছেন ১৫ লাখ ২৮ হাজার ৯৭৯ জন।

করোনায় দ্বিতীয় সর্বোচ্চ আক্রান্ত ও মৃত্যু ব্রাজিলে। সেখানে ২৮ লাখ ১ হাজার ৯২১ জন মানুষ করোনায় আক্রান্ত এবং মারা গেছেন ৯৫ হাজার ৮১৯ জন। অপরদিকে সুস্থ্য হয়ে উঠেছেন ২১ লাখ ৪২ হাজার ৪৬৭ জন।

এদিকে তৃতীয় সর্বোচ্চ আক্রান্ত দক্ষিণ এশিয়ার দেশ ভারতে। বুধবার পর্যন্ত দেশটিতে আক্রান্তের সংখ্যা ১৮ লাখ ৫৫ হাজার ৭৪৫ জন। মৃত্যুর সংখ্যা কিছুটা কম ভারতে। মৃত্যুর দিক দিয়ে ভারত পঞ্চম স্থানে। সেখানে করোনায় মারা গেছেন ৩৮ হাজার ৯৩৮ জন।

করোনায় চতুর্থ সর্বোচ্চ আক্রান্ত হয়েছে রাশিয়ায়। দেশটিতে ৮ লাখ ৫৯ হাজার ৬৬২ জনের করোনা শনাক্ত হয়েছে। রাশিয়াতেও মৃত্যুর সংখ্যা তুলনামূলক কম। করোনায় মৃত্যুর দিক দিয়ে রাশিয়া ১১তম। এখন পর্যন্ত সেখানে মারা গেছে ১৪ হাজার ৩২৭ জন।

অপরদিকে করোনায় তৃতীয় সর্বোচ্চ মৃত্যুর স্থান দখল করেছে মেক্সিকো। দেশটিতে এখন পর্যন্ত ৪৮ হাজার ৮৬৯ জনের প্রাণ কেড়েছে করোনা। আর দেশটিতে শনাক্তের সংখ্যা ৪ লাখ ৪৯ হাজার ৯৬১ জন। করোনা আক্রান্তে এর স্থান পঞ্চম।

গত বছরের ডিসেম্বরে চীন থেকে সংক্রমণ শুরু হওয়ার পর বিশ্বব্যাপী এ পর্যন্ত ১৮৮টি দেশে ছড়িয়েছে প্রাণঘাতী করোনাভাইরাস। গত ১১ মার্চ করোনাভাইরাস সংকটকে মহামারি ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।

সোনালীনিউজ/এইচএন

Wordbridge School
Link copied!