• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

বিশ্বের তৃতীয় শীর্ষ ধনী জাকারবার্গ


বিজ্ঞান-প্রযুক্তি ডেস্ক জুলাই ৯, ২০১৮, ০৩:৩৯ পিএম
বিশ্বের তৃতীয় শীর্ষ ধনী জাকারবার্গ

ঢাকা : বিশ্বের তৃতীয় শীর্ষ ধনী নির্বাচিত হয়েছেন ফেসবুকের সহ-প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী মার্ক জাকারবার্গ। ওয়ারেন বাফেটকে পেছনে ফেলে শুক্রবার মার্কিন বাণিজ্য সাময়িকী ব্লুমবার্গের প্রকাশিত ধনকুবেরদের তালিকার তিন নম্বরে উঠে আসেন তিনি।

৩৪ বছর বয়সী মার্ক জাকারবার্গের সম্পদের পরিমাণ প্রায় ৮ হাজার ১শ ৬০ কোটি ডলার। চলতি বছরের তালিকায় প্রযুক্তি ব্যবসায়ীরা প্রভাব বিস্তার করেছেন। তালিকার শীর্ষ ৩ জনই প্রযুক্তি সংশ্লিষ্ট।

প্রথম ১০ জনের মধ্যে ৬ জনই প্রযুক্তি খাত থেকে আয় করেন। প্রতিবছর বিশ্বের শীর্ষ ৫শ' ধনীর তালিকা প্রকাশ করে ব্লুমবার্গ।

তাদের তালিকা অনুযায়ী, সবার উপরে রয়েছেন অ্যামাজন ডটকমের প্রতিষ্ঠাতা জেফ বেজোস। দ্বিতীয় সর্বোচ্চ ধনী ব্যক্তি মাইক্রোসফটের সহ-প্রতিষ্ঠাতা বিল গেটস।

এক সময়ের শীর্ষ ধনী ওয়ারেন বাফেট বর্তমানে চারে নেমে গেছেন। দাতব্য কাজে বিপুল অর্থ ব্যয় করায় তার অবস্থানের এমন পরিবর্তন হয়েছে বলে মনে করেছন বিশ্লেষকরা।

এদিকে, জাকারবার্গের তৃতীয় স্থানে উঠে আসার খবরে শুক্রবারই (৬ জুলাই) ফেসবুকের শেয়ারের দাম দুই দশমিক চার শতাংশ বেড়েছে।

সোনালীনিউজ/জেডআরসি/এমটিআই

Wordbridge School
Link copied!