• ঢাকা
  • বৃহস্পতিবার, ১৮ এপ্রিল, ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

বিশ্বের সর্বাধিক হতদরিদ্র মানুষের বাস ভারতে


আন্তর্জাতিক ডেস্ক জানুয়ারি ২০, ২০১৯, ০৫:১৪ পিএম
বিশ্বের সর্বাধিক হতদরিদ্র মানুষের বাস ভারতে

ঢাকা: বিশ্বের হতদরিদ্র মানুষের সংখ্যার দিক দিয়ে অবস্থান শীর্ষে ভারতে। দেশটিতে ১৭ কোটি ৫৭ লাখ মানুষকে আর্থিক অবস্থার বিচারে হতদরিদ্র বলা হচ্ছে। বিশ্বব্যাংকের সাম্প্রতিক এক প্রতিবেদনে বিষয়টি উঠে এসেছে।

সম্প্রতি প্রকাশিত বিশ্বব্যাংকের ‘পোভার্টি অ্যান্ড শেয়ারড প্রসপারিটি-২০১৮’ শীর্ষক প্রতিবেদনে হতদরিদ্র মানুষের সংখ্যার দিক দিয়ে তালিকায় দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ অবস্থানে আছে যথাক্রমে নাইজেরিয়া, কঙ্গো ও ইথিওপিয়া। এতে বাংলাদেশের অবস্থান ৫ম। তালিকায় থাকা হতদরিদ্র মানুষের সংখ্যার দিক দিয়ে শীর্ষ ১০ এর অন্য পাঁচটি দেশ হলো তানজানিয়া, মাদাগাস্কার, কেনিয়া, মোজাম্বিক ও ইন্দোনেশিয়া।

প্রতিবেদন অনুযায়ী বাংলাদেশে হতদরিদ্রের সংখ্যা ২ কোটি ৪১ লাখ। আন্তর্জাতিক দারিদ্র্যরেখা অনুযায়ী, দৈনিক ১ ডলার ৯০ সেন্টের কম আয়ের মানুষদের হতদরিদ্র হিসেবে বিবেচনা করা হয়।

দ্বিতীয় স্থানে থাকা নাইজেরিয়ায় ৮ কোটি ২৬ লাখ, তৃতীয় স্থানে থাকা কঙ্গোতে ৫ কোটি ৩২ লাখ ও চতুর্থ স্থানে থাকা ইথিওপিয়ায় ২ কোটি ৬৭ লাখ হতদরিদ্রের বসবাস।

বিশ্বে হতদরিদ্র মানুষের তালিকায় বাংলাদেশের অবস্থান পঞ্চম স্থানে। তবে অর্থনৈতিক প্রবৃদ্ধি বাড়ানো ও নানা প্রকল্পের মাধ্যমে হতদরিদ্রের এ সংখ্যা দ্রুত কমিয়ে আনার পরিকল্পনা গ্রহণ করেছে বাংলাদেশ সরকার।

বিশ্বে এমুহুর্তে সর্বমোট হতদরিদ্রের সংখ্যা ৭৩ কোটি ৬০ লাখ। এ সংখ্যার ৪৫ কোটি হতদরিদ্র বাস করে তালিকার শীর্ষ ১০ টি দেশে।

সোনালীনিউজ/এমএইচএম

Wordbridge School
Link copied!