• ঢাকা
  • বুধবার, ২৪ এপ্রিল, ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

‘বিশ্বের সেরা ওয়ানডে ক্রিকেটার সাকিব’


ক্রীড়া প্রতিবেদক ডিসেম্বর ১০, ২০১৮, ০৮:৫৭ পিএম
‘বিশ্বের সেরা ওয়ানডে ক্রিকেটার সাকিব’

ছবি: সংগৃহীত

ঢাকা: বাংলাদেশকে অন্য উচ্চতায় নিয়ে গেছেন তিনি। সাকিব আল হাসান একমাত্র ক্রিকেটার যিনি ক্রিকেটের তিন সংস্করণেই শীর্ষস্থানে আরোহন করেছিলেন। বল কিংবা ব্যাট দুই জায়াগাতেই সাকিব সমান পারদর্শী। ম্যাচের মোড় ঘুরিয়ে দিতে পারেন।

অসাধারণ ক্রিকেট মস্তিষ্কের সঙ্গে প্রতিপক্ষকে দ্রুত পড়ে ফেলতে পারার অসাধারণ গুন রয়েছে সাকিবের মধ্যে। শুধু বল-ব্যাট নয় ফিল্ডিংয়ের সময়ও বিশ্বসেরা অলরাউন্ডার থাকেন সিরিয়াস। এরকম একজন ক্রিকেটার যে কোনও দলের জন্যই সম্পদ।

সোমবার বাংলাদেশের ভারতীয় স্পিন কোচ সুনীল যোশি সাকিবকে দরাজ সার্টিফিকেটই দিয়ে দিলেন। তিনি সংবাদমাধ্যমকে বলে দিলেন, ‘আমার মনে হয় সাকিব কেবল আমাদের নিজস্ব প্রতিভা নয়, ও সারা বিশ্বেরই সেরা ওয়ানডে ক্রিকেটার। আপনি যদি তার মান দেখেন, আমি ওর রান কিংবা উইকেটের কথা বলছি না, ব্যাটসম্যান, বোলার ও ফিল্ডার হিসেবে ও খুব দক্ষ এবং অসাধারণ এক প্রতিভা। মাত্র কয়েকটা সেশনেই ও যে কোনও চ্যালেঞ্জের জন্য তৈরি হয়ে যায়।’

সাকিবের উপস্থিতি যে কোনও দলের জন্যই বাড়তি সুবিধা। কারণ একই সঙ্গে তাঁর বোলিং-ব্যাটিং দলের জন্য গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। যোশি বলছেন, ‘আমাদের একজন সাকিব আছে, যে অনেক অভিজ্ঞতায় পরিপূর্ণ। টেকনিক্যাল ও ট্যাকটিক্যাল সামর্থ্যে অনেকের চেয়ে অনেক এগিয়ে। ওর উপস্থিতিতে সব সময়ই দলের সুবিধা পাওয়া উচিত।’

সোনালীনিউজ/আরআইবি/জেডআই

Wordbridge School
Link copied!