• ঢাকা
  • শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

বিশ্বের সেরা ধনী অ্যামাজানের প্রতিষ্ঠাতা


নিউজ ডেস্ক জুলাই ১৯, ২০১৮, ০২:৫০ পিএম
বিশ্বের সেরা ধনী অ্যামাজানের প্রতিষ্ঠাতা

ঢাকা: বর্তমানে বিশ্বের সবচেয়ে শীর্ষ ধনী ব্যক্তি অনলাইন জায়ান্ট অ্যামাজানের প্রতিষ্ঠাতা জেফ বেজস।

ফোর্বস ম্যাগাজিনের প্রকাশিত তালিকায় দেখা গেছে, বর্তমানে বেজসের মোট অর্থের পরিমাণ প্রথমবারের মতো ১৫ হাজার কোটি ডলারে পৌঁছেছে।

সম্পত্তির মোট পরিমাণের দিক দিয়ে বেজস পেছনে ফেলেছেন মাইক্রোসফট প্রতিষ্ঠাতা বিল গেটস এবং গুগল প্রতিষ্ঠাতা ল্যারি পেজ। এ খবরের পরপরই বেড়ে গেছে প্রতিষ্ঠানটির শেয়ারের দর।

বর্তমানে এ প্রতিষ্ঠানের বাজারমূল্য ৮৯ হাজার কোটি ডলার। ফোর্বসের ২০১৮ সালের তালিকায় দেখা গেছে, বিল গেটসের মোট সম্পত্তির পরিমাণ ৯ হাজার ৩শ কোটি ডলার।


সোনালীনিউজ/জেডআরসি/আকন

Wordbridge School
Link copied!