• ঢাকা
  • শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

বিশ্বের ১০ ধনী ব্যক্তি তারা, কত টাকার মালিক জানেন?


আন্তর্জাতিক ডেস্ক জানুয়ারি ৩, ২০১৯, ০৩:২৩ পিএম
বিশ্বের ১০ ধনী ব্যক্তি তারা, কত টাকার মালিক জানেন?

জেফ বেজস
জেফ বেজস তিনি ফোর্বসের তালিকায় বিশ্বের সবচেয়ে ধনী মানুষ। অনলাইন বিপণন সংস্থা আমাজনের প্রতিষ্ঠাতার সম্পত্তির পরিমাণ ১১২০০ কোটি ডলার।

বিল গেটস
দ্বিতীয় স্থানে রয়েছেন মাইক্রোসফট সংস্থার প্রধান বিল গেটস। তার সম্পত্তির পরিমাণ ৯০০০ কোটি ডলার।

ওয়ারেন বাফেট
বিশ্বের অন্যতম আমেরিকান বিনিয়োগকারী এবং বার্কশায়ার হাথাওয়ের সিইও ওয়ারেন বাফেটের সম্পত্তির পরিমাণ ৮৪০০ কোটি ডলার। ধনীর তালিকায় তৃতীয় স্থানে রয়েছেন।

বার্নার্ড আরনল্ট
এলভিএমএইচ চেয়ারম্যান বার্নার্ড আরনল্টের সম্পত্তির পরিমাণ ৭২০০ কোটি ডলার। চতুর্থ স্থানে রয়েছেন বার্নার্ড।

মার্ক জুকারবার্গ
ফেসবুকের প্রতিষ্ঠাতা মার্ক জুকারবার্গ ধনীর তালিকায় পঞ্চম স্থানে রয়েছেন। তার মোট সম্পত্তির পরিমাণ ৭১০০ কোটি ডলার।

আমানসিও ওরটেগা
ইন্ডিটেক্সের প্রতিষ্ঠাতা আমানসিও ওরটেগা, যিনি জারা ক্লথিং চেইনের চেয়ারম্যানও, তার সম্পত্তির পরিমাণ ৭০০০ কোটি ডলার।

ডেভিড কোচ
কোচ ইন্ডাস্ট্রিজের কর্ণধার ডেভিড কোচ এবং তার ভাই বিশ্বের ধনী তালিকায় অষ্টম এবং নবম স্থানটি দখল করে রেখেছেন। মোট সম্পত্তির পরিমাণ ৬০০০ কোটি ডলার।

ল্যারি এলিসন
অরাকেল প্রধান ল্যারি এলিসন, তার সম্পত্তির পরিমাণ ৫৮৫০ কোটি ডলার।

মুকেশ অম্বানী
বিশ্বের ধনীদের মধ্যে আরেকজন ভারতের শিল্পপতি মুকেশ অম্বানী। প্রথম কুড়ির তালিকায় ভারতের একমাত্র শিল্পপতি। তার মোট সম্পত্তির পরিমাণ ৪০১০ কোটি ডলার।

জ্যাক মায়
আলিবাবার প্রতিষ্ঠাতা জ্যাক মায়ের এক ধাপ উঁচুতে রয়েছেন অম্বানী। জ্যাক মায়ের সম্পত্তির পরিমাণ ৩৯০০ কোটি ডলার।


সোনালীনিউজ/ঢাকা/আকন

Wordbridge School
Link copied!