• ঢাকা
  • বুধবার, ২৪ এপ্রিল, ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১
তৈরি হচ্ছে পিপিই-স্যানিটাইজার-মাস্ক

বিসিক শিল্পনগরীগুলোতে শ্রমিকদের ব্যস্ততা বেড়েছে


নিজস্ব প্রতিবেদক এপ্রিল ১১, ২০২০, ১২:৩১ এএম
বিসিক শিল্পনগরীগুলোতে শ্রমিকদের ব্যস্ততা বেড়েছে

ঢাকা : দেশে করোনা ভাইরাসের প্রাদুর্ভাবজনিত পরিস্থিতি মোকাবিলায় বিসিক শিল্পনগরীগুলোতে তৈরি হচ্ছে পার্সোনাল প্রোটেক্টিভ ইকুইপমেন্ট (পিপিই), হ্যান্ড স্যানিটাইজার ও মাস্ক।

করোনা থেকে সুরক্ষিত থাকতে দেশে এসব উপকরণের চাহিদা বেড়ে যাওয়ায় বিশ্ব স্বাস্থ্য সংস্থা ও রোগতত্ত্ব রোগনিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট (আইইডিসিআর) নির্দেশিত স্বাস্থ্যবিধি অনুসরণ করে এগুলোর উৎপাদন করে চলেছে।

এছাড়া বিসিক শিল্পনগরীগুলোতে ওষুধ কারখানাগুলোও উৎপাদন অব্যাহত রেখেছে। শুক্রবার (১০ এপ্রিল) শিল্প মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, জাতির এই সংকটময় পরিস্থিতিতে বিসিক শিল্প নগরীগুলোতে উৎপাদিত পিপিই, স্যানিটাইজার ও মাস্ক বাংলাদেশ সেনাবাহিনী, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) এবং ঢাকাসহ অন্য জেলার হাসপাতাল ও ক্লিনিকে পাঠানো হচ্ছে।

নারায়ণগঞ্জ বিসিক হোসিয়ারী শিল্পনগরী, গাজীপুরের কোনাবাড়ী ও বিসিক শিল্পনগরী বগুড়ার বিভিন্ন কোম্পানীতে তৈরি হচ্ছে এসব করোনা সংক্রমণ রোধী উপকরণ।

সোনালীনিউজ/এমটিআই

Wordbridge School
Link copied!