• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

বিয়ের ৬ বছর পর হঠাৎ স্ত্রী-সন্তান নিয়ে প্রকাশ্যে সাইমন


বিনোদন ডেস্ক ফেব্রুয়ারি ২৩, ২০২০, ০২:৩৩ পিএম
বিয়ের ৬ বছর পর হঠাৎ স্ত্রী-সন্তান নিয়ে প্রকাশ্যে সাইমন

অনেকটা চমকে দেয়ার মতোই ঘটনা। চিত্রনায়ক সাইমন সাদিক চার বছরের পুত্রসন্তানের বাবা! এই নায়ক বিয়ে করেছেন খবরটাই অজানা ছিল তার ভক্ত-অনুরাগীদের। সবাই জানতেন অবিবাহিত সাইমন।

শনিবার (২২ ফেব্রুয়ারি) নিজেই বিয়ের খবর প্রকাশ করলেন।

সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করলেন নিজের পুত্রের ছবি। জানালেন তার নাম সাদিক মো. সাইয়্যান। ডাক নাম টুকটুক। বয়স ৪ বছর ৪ মাস।

শনিবার (২২ ফেব্রুয়ারি) বিকেলে এক পোস্টে ছেলের ছবি দিয়ে তিনি জানিয়েছেন, তার ছেলেকে চলতি বছরই স্কুলে ভর্তি করিয়েছেন। জীবনের প্রথম পরীক্ষাতে সে প্রথম হয়েছে। ছেলের এই সাফল্য বাবা হিসেবে আবেগে ভাসালো সাইমনকে।

তিনি পোস্টের ক্যাপশনে লিখেছেন, ‘বাবা-মা। পৃথিবীর সবচেয়ে অমুল্য রতন। যা কিনা অনেকের মতো আমিও ভাষায় প্রকাশ করতে পারি না! আমার আব্বুকে কখনো বলিনি, তুমি আমাদের কতো বড় শক্তি, ছায়া, ভালোবাসা। আরো কতো কি যে আমরা উপলব্ধি করি, তুমি আছো বলে।’

দর্শক-ভক্তদের উদ্দেশ্যে তিনি বলেন, কোনোদিন আপনাদেরও বলিনি আমিও বাবা হয়েছি। আমার জীবন, আমার সন্তান সাদিক মো: সাইয়্যান। আমার বড় ছেলে। ও তার বিদ্যালয় জীবনের প্রথম পরীক্ষায়, প্রথম হয়েছে। একজন বাবা হিসেবে এটাই আমার সেরা মুহুর্ত।’

ছেলের জন্য দোয়া চেয়ে তিনি লেখেন, ‘আমার টুকটুকের জন্য দোয়া করবেন যেনো মানুষের মতো মানুষ হয়। বাংলাদেশকে যেনো অনন্য উচ্চতায় নিয়ে যায়।’

বাবাকে উদ্দেশ্য করে শেষ লাইনে সাইমন লেখেন, ‘বাবা তোমারই মতো আমিও বাবা হয়েছি। এখন বুঝি বাবা কতো কষ্ট তোমায় দিয়েছি।’

তবে এই পোস্টে তিনি তার স্ত্রী ও বিয়ে সম্পর্কে কিছু জানাননি। এমনকী বড় ছেলে হিসেবে টুকটুককে পরিচয় করিয়ে দিলেন ছোট সন্তান সম্পর্কেও কিছু বলেননি। এ বিষয়ে জানতে চাইলে সাইমন বলেন, ‘আজ খুবই আনন্দের একটা দিন। বাবা হিসেবে যে অনুভূতিটা পাচ্ছি সেটা বলে বোঝাতে পারবো না। শিগগিরই আমি আমার বিয়ে ও পরিবার সম্পর্কে জানাবো।’

এদিকে বর্তমানে সাইমন অভিনীত ‘আনন্দ অশ্রু’ নামের একটি সিনেমা মুক্তির অপেক্ষায় রয়েছে। চিত্রনায়িকা মাহির মাহির বিপরীতে এই ছবিতে দেখা যাবে তাকে। এটি পরিচালনা করেছেন মোস্তাফিজুর রহমান মানিক।

সোনালীনিউজ/ঢাকা/এসএস

Wordbridge School
Link copied!