• ঢাকা
  • শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীরের প্রতি শ্রদ্ধা


চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি ডিসেম্বর ১৪, ২০১৯, ০৫:১৩ পিএম
বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীরের প্রতি শ্রদ্ধা

চাঁপাইনবাবগঞ্জ : চাঁপাইনবাবগঞ্জে বিনম্র শ্রদ্ধায় বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীরের শাহাদাত বার্ষিকী পালিত হয়েছে। শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে শনিবার সকাল সাড়ে ৯টায় পৌর এলাকার শেষ প্রান্তে মহানন্দা নদীর তীরে বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীরের শাহাদাতস্থলে নির্মিত স্মৃতিস্তম্ভে পুষ্পাঞ্জলি অর্পণ করেন।

বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীরের শাহাদাত বার্ষিকী উপলক্ষে এসময় জেলার মুক্তিযোদ্ধা, জেলা প্রশাসন, উপজেলা প্রশাসন, পুলিশ সপার, পৌরসভাসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও সংগঠনের নেতৃবৃন্দের পক্ষ থেকেও তার স্মৃতিস্তম্ভে পুষ্পস্তুবক অর্পণ করা হয়। 

কুয়াশা ঘেরা মেঘলা সকালে ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীরের শাহাদাতস্থলে নির্মিত স্মৃতিস্তম্ভে পুষ্পাঞ্জলি অর্পণ করেন জেলা প্রশাসক এ জেড এম নূরুল হক, জাতীয় সংসদের মহিলা সাংসদ ফেরদৌসী ইসলাম জেসী, বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব রুহুল আমিন, পুলিশ সুপার টি এম মোজাহিদুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল মো. ইকবাল হোছাইন, নবাবগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত ককর্মকর্তা জিয়াউর রহমান, আওয়ামী লীগ নেতা মেসবাহুল শাকের জ্যোতি উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আলমগীর হোসেন, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. তসিকুল ইসলাম তসি, ভাইস চেয়ারম্যান মো. নজরুল ইসলাম, মহিলা ভাইস চেয়ারম্যান মোসা. নাসরিন আখতার, সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মোখলেসুর রহমান, আওয়ামীলীগ নেতা ও স্বাধীনতা চিকিৎসক পরিষদ-স্বাচিপ চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার সভাপতি ডা. গোলাম রাব্বানী, নবাবগঞ্জ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাসিনুর রহমান, শাহ আলম প্রমুখ।

পরে পুষ্পাঞ্জলি অর্পণ শেষে সকল শহীদদের স্মরণে এক মিনিট নিরবতা পালন করে তাদের আত্মার মাগফেরাত কামনায় দোয়া করেন। 

এদিকে ঐতিহাসিক সোনামসজিদ চত্বরে অবস্থিত বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীরের কবরে পুষ্পমাল্য অর্পণ ও দোয়া করা হয়।

সোনালীনিউজ/সেজেডি/এএস

Wordbridge School
Link copied!