• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

বুয়েটে আজ ফের আন্দোলনে নামছে শিক্ষার্থীরা


নিজস্ব প্রতিবেদক অক্টোবর ১৫, ২০১৯, ০৯:৪৩ এএম
বুয়েটে আজ ফের আন্দোলনে নামছে শিক্ষার্থীরা

ঢাকা : বুয়েটের তড়িৎ কৌশল বিভাগের শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যাকাণ্ডে জড়িতদের যথাযথ শাস্তি প্রদানসহ ১০ দফা দাবিতে বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা আজ আবারও আন্দোলনে নামছেন।

মঙ্গলবার (১৫ অক্টোবর) গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন আন্দোলনকারী শিক্ষার্থীদের মুখপাত্র অন্তরা মাধুরী তিথি।

তিনি জানান, মঙ্গলবার থেকে ফের আন্দোলনে নামছি আমরা। সেখান থেকে আন্দোলনের পরবর্তী সিদ্ধান্ত জানানো হবে। ১০ দফা দাবি আদায় ছাড়া আমরা মাঠ ছাড়ব না।

এ দিকে ফাহাদ হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত সন্দেহে সবাই গ্রেফতার ও রিমান্ডে জিজ্ঞাসাবাদ চলছে। সরকারের পক্ষ থেকে সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে বলে গণমাধ্যমে খবর এসেছে।

এর আগে আবরার ফাহাদ হত্যাকাণ্ডে জড়িতদের যথাযথ শাস্তি প্রদানসহ ১০ দফা দাবিতে টানা ছয়দিন ধরে আন্দোলন করছিলেন বুয়েট শিক্ষার্থীরা। কিন্তু ২০১৯-২০ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণির ভর্তি পরীক্ষার কথা বিবেচনা করে আন্দোলন দুই দিনের জন্য স্থগিত ঘোষণা করেছিলেন তারা।

প্রসঙ্গত, গেল ৬ অক্টোবর বুয়েটের শেরেবাংলা হল থেকে কিছু ছাত্রলীগ নেতা আবরার ফাহাদকে ডেকে নিয়ে যায়। পরে রাত ২টা ৫০ মিনিটে হলের সিঁড়িতে তার লাশ পাওয়া যায়।

সোনালীনিউজ/এএস

Wordbridge School
Link copied!