• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

বৃত্তি পাবে জবির ৯৭২ জন শিক্ষার্থী


জবি প্রতিনিধি, রায়হান তন্ময় ডিসেম্বর ৪, ২০১৮, ০৮:৩৩ পিএম
বৃত্তি পাবে জবির ৯৭২ জন শিক্ষার্থী

জবি : জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) অধ্যয়নরত ৯৭২ জন শিক্ষার্থী পাবে মেধা ও অবৈতনিক বৃত্তি। মঙ্গলবার (৪ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ, তথ্য ও প্রকাশনা দপ্তর থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ২৭ নভেম্বর উপাচার্যের সভাপতিত্বে অধ্যয়নরত শিক্ষার্থীদের মেধা ও অবৈতনিক বৃত্তি দেয়া সংক্রান্ত কমিটির সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। এবার বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের অধ্যয়নরত বিভিন্ন শিক্ষাবর্ষের বা সেমিস্টারের আবেদনকৃত ১ হাজার ২০০ জন শিক্ষার্থীদের আবেদন যাচাই-বাছাইপূর্বক ৯৭২ জন শিক্ষার্থীকে এ বৃত্তি দেয়া হবে।

মেধাবৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীরা বিনা বেতনে অধ্যয়নসহ বাৎসরিক ৪ হাজার ৮০০ টাকা হারে এক বছরের জন্য এ বৃত্তি পাবে। বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীরা শুধু শিক্ষাবর্ষের জন্য বিশ্ববিদ্যালয়ে বিনা বেতনে অধ্যয়নের সুযোগ পাবে।

উল্লেখ্য, ৯ অক্টোবর জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত শিক্ষার্থীদের বৃত্তি দ্বিগুণ করা হয়েছিল এবং ২০১৩-২০১৪ শিক্ষাবর্ষ থেকে ২০১৭-২০১৮ শিক্ষাবর্ষ পর্যন্ত মোট ৩ হাজার ৫৫৩ জনকে এ বৃত্তি দেয়া হয়েছিল।

সোনালীনিউজ/ঢাকা/এইচএআর

Wordbridge School
Link copied!