• ঢাকা
  • শনিবার, ২০ এপ্রিল, ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

বৃষ্টিতে ভাসবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া ম্যাচ!


ক্রীড়া প্রতিবেদক জুন ১৯, ২০১৯, ০৭:১২ পিএম
বৃষ্টিতে ভাসবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া ম্যাচ!

ছবি সংগৃহীত

ঢাকা: ক্রিস গেইল, আন্দ্রে রাসেল, শাই হোপদের উইন্ডিজকে উড়িয়ে দ্বাদশ বিশ্বকাপে দ্বিতীয় জয় তুলে নিয়েছে বাংলাদেশ। এবার অস্ট্রেলিয়ার বিপক্ষে পরীক্ষা দিতে নামবে টাইগাররা। বৃহস্পতিবার (২০ জুন) নটিংহ্যামের ট্রেন্টব্রিজে বাংলাদেশ সময় সাড়ে ৩টায় অসিদের মুখোমুখি হবে মাশরাফি বাহিনী। তবে এই ম্যাচকে ঘিরে রয়েছে বৃষ্টির শঙ্কা।

আবহাওয়ার পূর্বাভাস উজ্জীবিত বাংলাদেশকে চোখ রাঙাচ্ছে। আগে থেকেই বলা হচ্ছিল, খেলার আগের দু'দিন সেখানে বৃষ্টি হতে পারে। সেই শঙ্কা পুরোটাই মিলে গেছে। বুধবার সকাল থেকেও আকাশ মেঘে ঢাকা। কোথাও কোথাও ঝিরঝিরে বৃষ্টির খবর পাওয়া গেছে। সে কারণে বৃহস্পতিবার ম্যাচেও বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস এড়িয়ে যাওয়া যাচ্ছে না। হালকা বৃষ্টির শঙ্কা তো রয়েছেই। সেই সঙ্গে আকাশ থাকবে মেঘাচ্ছন্ন। সকাল ১০টা থেকে বেলা ২টা পর্যন্ত বৃষ্টির শঙ্কা রয়েছে ৩১ শতাংশ।

এবারের বিশ্বকাপের প্রায় ম্যাচেই হানা দিয়ে যাচ্ছে। ফলে বিশ্বকাপ ক্রিকেট যেন পরিনত হয়েছে ‌‌‘বৃষ্টির বিশ্বকাপে’। এরইমধ্যে বৃষ্টির কারণে ম্যাচ পরিত্যক্ত হওয়ার নতুন রেকর্ড হয়েছে। ইতিপুর্বে বিশ্বকাপ ক্রিকেটে সর্বোচ্চ দুইবার ম্যাচ পরিত্যক্ত হওয়ার রেকর্ড ছিল। দ্বাদশ আসরে সেটি ভেঙে নতুন রেকর্ড গড়ে দিল বৃষ্টি। এখন পর্যন্ত অনুষ্ঠিত হওয়া ২৪টি ম্যাচের মধ্যে চারটি ম্যাচই বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়েছে।

উল্লেখ্য, ২০১৭ সালে এই ইংল্যান্ডেই অনুষ্ঠিত হওয়া আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির সর্বশেষ আসরে বাংলাদেশ-অস্ট্রেলিয়া ম্যাচ মাঝ পথে বৃষ্টির হানায় বাতিল ঘোষণা করতে হয়েছে। ওই ম্যাচ বাতিল হওয়ায় বাংলাদেশের লাভই হয়েছিল। পয়েন্টের ভাগ পেয়ে সেমিফাইনাল খেলার পথ সুগম হয়ে গিয়েছিল টাইগারদের। অস্ট্রেলিয়ার সাথে ম্যাচের এক পয়েন্ট পরে রীতিমত ‘বোনাস’ পয়েন্ট হিসেবে পরিগণিত হয়। শুরুতে ইংল্যান্ডের কাছে হার। তারপর মাঝে অজিদের কাছ থেকে বৃষ্টির সাহায্য নিয়ে এক পয়েন্ট পাওয়া। আর সবশেষে কিউইদের হারানো। এরপরই নিশ্চিত হয় সেমির স্বপ্ন।

দুই বছর পর সেই ইংল্যান্ডের মাটিতে আবার অস্ট্রেলিয়ার সামনে বাংলাদেশ। এবার বিশ্বকাপের আসর। আবারও সেমিফাইনাল খেলার সম্ভাবনা আছে মাশরাফি বাহিনীর সামনে। এখন অস্ট্রেলিয়াকে হারাতে পারলেই সে সম্ভাবনা অনেক উজ্জ্বল হয়ে যাবে বাংলাদেশের।

সোনালীনিউজ/ঢাকা/জেডআই

Wordbridge School
Link copied!