• ঢাকা
  • শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

বৃহস্পতিবার সন্ধ্যায় সিইসির ভাষণ, তখনই তফসিল ঘোষণা


নিজস্ব প্রতিবেদক নভেম্বর ৭, ২০১৮, ০৪:২০ পিএম
বৃহস্পতিবার সন্ধ্যায় সিইসির ভাষণ, তখনই তফসিল ঘোষণা

ঢাকা: আগামীকাল বৃহস্পতিবার সন্ধ্যা ৭টায় জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদা। ওই ভাষণেই ঘোষণা করা হবে আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল।

বুধবার (৭ নভেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানিয়েছে নির্বাচন কমিশন।

সিইসির ভাষণ বাংলাদেশ টেলিভিশন ও বাংলাদেশ বেতারে সরাসরি সম্প্রচার করা হবে।

বেসরকারি টেলিভিশন ও রেডিওগুলো বাংলাদেশ টেলিভিশন হতে ফিড নিয়ে প্রচার করতে পারবে।

এর আগে বুধবার সকালে জাতীয় পার্টির নেতৃত্বাধীন সম্মিলিত জাতীয় জোটের সঙ্গে বৈঠকে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কেএম নূরুল হুদা বলেন, আমাদের সকল প্রস্তুতি রয়েছে। আশা করছি আগামীকাল তফসিল ঘোষণা করা হবে।

উল্লেখ্য, সংবিধান অনুযায়ী, ২৮ জানুয়ারির মধ্যে ভোটগ্রহণের বাধ্যবাধকতা রয়েছে। নির্বাচন কমিশন ৮ নভেম্বর তফসিল দিয়ে ২০ ডিসেম্বরের দিকে ভোটগ্রহণের পরিকল্পনা নিয়েছে।


সোনালীনিউজ/ঢাকা/আকন

Wordbridge School
Link copied!