• ঢাকা
  • শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

বেগম জিয়ার সাথে দেখা করার অনুমতি চেয়েছে পরিবার


নিজস্ব প্রতিবেদক মার্চ ২১, ২০২০, ০২:৪১ পিএম
বেগম জিয়ার সাথে দেখা করার অনুমতি চেয়েছে পরিবার

ঢাকা: বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) চিকিৎসাধীন কারাবন্দি বিএনপি চেয়ারপারসনের সঙ্গে সাক্ষাতের অনুমতি চেয়েছে পরিবারের সদস্যরা।

গত বুধবার ছোট ভাই শামীম ইস্কান্দার দেখা করার অনুমতি চেয়ে আইজি প্রিজন ও জেল সুপার বরাবর একটি চিঠি দিয়েছেন। তবে এখনও অনুমতি মেলেনি বলে বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং সদস্য শায়রুল কবির খান জানিয়েছেন।

শনিবার (২১ মার্চ) দুপুরে তিনি জানান, ম্যাডামের সঙ্গে দেখা করার জন্য তার পরিবারের সদস্যরা চিঠি দিয়েছেন। কিন্তু তিনদিনেও অনুমতি মেলেনি। তিনি বলেন, অসুস্থ বিএনপি চেয়ারপারসনকে পরিবারের সদস্যরা সব সময় চিন্তিত থাকেন। কারা কর্তৃপক্ষ এখনও অনুমতি না দেয়ায় তারা আরও বেশি টেনশনে আছেন।

শায়রুল কবির আরও বলেন, খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাতে চিঠিতে পাঁচজনের নাম উল্লেখ করা হয়েছে। তারা হলেন- খালেদা জিয়ার ছোট বোন সেলিমা ইসলাম, ছোট ভাই শামীম ইস্কান্দার ও তার স্ত্রী কানিজ ফাতেমা এবং শামীম ইস্কান্দারের ছেলে অভিক ইস্কান্দার ও তার স্ত্রী রাইফা ইসলাম।

প্রসঙ্গত, সর্বশেষ ৭ মার্চ খালেদা জিয়ার সঙ্গে বিএসএমএমইউতে তার স্বজনরা সাক্ষাৎ করেন।

সোনালীনিউজ/টিআই

Wordbridge School
Link copied!