• ঢাকা
  • শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

বেতন কমে যাচ্ছে প্রাথমিক শিক্ষকদের


নিজস্ব প্রতিবেদক সেপ্টেম্বর ২৬, ২০২০, ০৪:৪৬ পিএম
বেতন কমে যাচ্ছে প্রাথমিক শিক্ষকদের

ফাইল ছবি

ঢাকা : ডিপিএড প্রশিক্ষণ নেয়ার পর প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের বেতন কমে যাচ্ছে। ফলে শিক্ষকরা ফেসবুকসহ বিভিন্ন মাধ্যমে ক্ষুব্ধ প্রতিক্রিয়া প্রকাশ করছে।

বিষয়টি নিয়ে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. আকরাম আল হোসেন বলেছেন, অন্যান্য সমস্যার মতো ডিপিএড প্রশিক্ষণ নেয়া শিক্ষকদের বেতনের সমস্যাটিও শিগগিরই সমাধান হবে। মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিবকে (বিদ্যালয়) এ বিষয়ে দায়িত্ব দেওয়া হয়েছে। ইনশাআল্লাহ শিক্ষকদের অন্যান্য সমস্যার মতো এটাও দ্রুতই সমাধান করা হবে।

আরও পড়ুন : শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটি বাড়ানো নিয়ে বিস্তারিত জানালেন শিক্ষা উপমন্ত্রী

সচিব সাংবাদিকদের আরও বলেন, ফেসবুকসহ বিভিন্ন মাধ্যমে প্রশিক্ষণ নিলে উল্টোফল, বেতন কমে যাবে ইত্যাদি কথা বলা হচ্ছে কিন্তু মন্ত্রণালয়ের কাছে বিষয়টি অফিসিয়ালি আসেনি। শিক্ষকদের নিয়োগকারী কর্তৃপক্ষ জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা। বেতন ফিক্সেশন তিনিই করবেন। তিনি কোনো কারণে সেটি না পারলে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালককে জানাবেন। তিনিও না পারলে আমাদের কাছে নির্দেশনা চাইবেন।

সোনালীনিউজ/এমএএইচ

Wordbridge School
Link copied!