• ঢাকা
  • শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

বেতনের গ্রেড বৈষম্য নিরসনে প্রাথমিক শিক্ষকদের কর্মবিরতি


নোয়াখালী প্রতিনিধি অক্টোবর ১৪, ২০১৯, ০৫:১২ পিএম
বেতনের গ্রেড বৈষম্য নিরসনে প্রাথমিক শিক্ষকদের কর্মবিরতি

সোনাইমুড়ী (নোয়াখালী) :  বেতনের গ্রেড বৈষম্য নিরসনের দাবিতে সারা দেশের ন্যায় নোয়াখালীর সোনাইমুড়ীর ১২২টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ২ ঘন্টা কর্মবিরতি পালন করা হয়। 

সোমবার (১৪ অক্টোবর) প্রথমদিন ২ ঘণ্টা কর্মবিরতি পালন করছেন শিক্ষকরা। আগামীকাল ৩ ঘণ্টা, বুধবার অর্ধ দিবস এবং বৃহস্পতিবার পূর্ণদিবস কর্মবিরতি পালন করবেন বলে তারা জানান। 

বাংলাদেশ প্রাথমিক শিক্ষক ঐক্য পরিষদ সোনাইমুড়ী উপজেলা শাখার আহ্বায়ক মো. মিজানুর রহমান কামাল সাংবাদিকদের জানান, উপজেলার প্রতিটি বিদ্যালয়ে ৪দিন ব্যাপী কর্মবিরতি কর্মসূচি চলছে, দাবী বাস্তবায়ন না হলে আগামী ২৩ অক্টোবর সহকারী শিক্ষকদের সংগঠন বাংলাদেশ প্রাথমিক শিক্ষক ঐক্য পরিষদের ঢাকার মহাসমাবেশ তারা অংশগ্রহণ করবেন।

 সদস্য সচিব মো. সহিদুল ইসলাম,শিক্ষরা নিজেদের মর্যাদার জন্য আন্দোলন সংগ্রাম করে আসছেন, শিক্ষকবান্ধর বর্তমান সরকার নির্বাচনী ওয়াদা হিসেবে শিক্ষকদের বেতন বৈষম্য দূরীকরনে আন্তরিক হবেন বলে তারা আশাবাদী।

এসময় উপস্থিত ছিলেন, যুগ্ম আহ্বায়ক মো. ইমাম হোসেন, যুগ্ম সম্পাদক দেলোয়ার হোসেন, প্রধান উপদেষ্টা ক্ষুদিরাম পাল, উপদেষ্টা মো. ইলিয়াস, হুমায়ন কবির, জহির উদ্দিন বাবর, সদস্য আবু নোমান প্রমুখ।

সোনালীনিউজ/এমএএইচ

Wordbridge School
Link copied!