• ঢাকা
  • মঙ্গলবার, ২৩ এপ্রিল, ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

বেদে সম্প্রদায়ের মাঝে ঈদবস্ত্র ও খাদ্যসামগ্রী বিতরণ


মুন্সিগঞ্জ প্রতিনিধি জুন ৮, ২০১৮, ০৩:১২ পিএম
বেদে সম্প্রদায়ের মাঝে ঈদবস্ত্র ও খাদ্যসামগ্রী বিতরণ

মুন্সীগঞ্জ : জেলায় ঈদবস্ত্র ও খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। শুক্রবার (৮ জুন) বেলা সাড়ে ১১টার দিকে মুন্সীগঞ্জের লৌহজং থানার মাঠে বেদে সম্প্রদায় ৫৩৫ পরিবারের মাঝে এই সব বস্ত্র ও ঈদসামগ্রী বিতরণ করেছেন উত্তরণ ফাউন্ডেশনের চেয়ারম্যান ও অনুষ্ঠানের প্রধান অতিথি অতিরিক্ত ডিআইজি (সংস্থাপন) মো. হাবিবুর রহমান।

এ সময় সুবিধাবঞ্চিত বেদে সম্প্রদায়ের মাঝে শাড়ি, লুঙ্গী,খাবার সামগ্রী বিতরণকালে উত্তরণ ফাউন্ডেশনের সভাপতি মাহবুবুর রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ পুলিশ সুপার মোহাম্মদ জায়েদুল আলম পিপিএম, আরটিসান আউট ফিটার লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আলী আহম্মেদ রাসেল, আল-ইমদারের চেয়ারম্যান মো. মাজহারুল আলম, ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক কামরুল হাসান শায়েক, উত্তরণ ফাউন্ডেশনের পরিচালক আ. বাকিত, লৌহজং থানা আওয়ামী লীগের যুগ্ম-সম্পাদক ও চেয়ারম্যান নান্নু গ্রুপ, সিনিয়র সহকারী পুলিশ সুপার (সিরাজদিখান সার্কেল) মো. আসাদুজ্জামান, লৌহজং থানার অফিসার ইনচার্জ লিয়াকত আলী। এ ছাড়া টঙ্গীবাড়ী থানায়, সদর উপজেলার মিরকাদিম পৌরসভার বেদে পল্লী ও মুন্সীগঞ্জ পুলিশ সুপার কার্যালয়ে মোট ১ হাজার ৬০০ পরিবারের মাঝে ঈদবস্ত্র ও খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।

সোনালীনিউজ/ঢাকা/এইচএআর

Wordbridge School
Link copied!